২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

ছাত্র ইউনিয়ন ঢাবির সভাপতি-সম্পাদকসহ ৭ বহিষ্কার

-

সংগঠনের ‘শৃঙ্খলা এবং নৈতিকতা পরিপন্থী’ কর্মকাণ্ডের সাথে জড়িত থাকার অভিযোগে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সাখাওয়াত ফাহাদ এবং সাধারণ সম্পাদক রাগীব নাঈমসহ বিভিন্ন সংসদের সাত নেতাকে ছয় মাসের জন্য বহিষ্কার করা হয়েছে।
এ ছাড়া বেশ কয়েকজন নেতাকে সতর্কও করা হয়েছে। গত বুধবার কেন্দ্রীয় সংসদের চতুর্থ কার্যনির্বাহী সভায় এসব সিদ্ধান্ত নেয়া হয়। গতকাল বৃহস্পতিবার সংগঠনটির পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
অন্য দিকে কার্যনির্বাহী সভায় সংগঠনের ঢাকা মহানগর সংসদ এবং বেসরকারি বিশ্ববিদ্যালয় সংসদের বর্তমান কমিটি বিলুপ্ত করে দুই সংসদে যথাক্রমে ২১ এবং ১৫ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়। আগামী ১২ মার্চ সংগঠনটির জাতীয় পরিষদের সভায় এসব বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে। বিজ্ঞপ্তিতে বলা হয়, কেন্দ্রীয় সহ-সভাপতি সম্পা দাস, ঢাবি সভাপতি সাখাওয়াত ফাহাদ, সাধারণ সম্পাদক রাগীব নাঈম, সহকারী সাধারণ সম্পাদক মেঘমল্লার বসু, ঢাকা মহানগর সভাপতি তাসিন মল্লিক, সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন এবং সাংগঠনিক সম্পাদক সাদাত মাহমুদকে ছয় মাসের জন্য বহিষ্কার করা হয়েছে।
ছাত্র ইউনিয়ন ঢাবির সভাপতিসহ বহিষ্কার ৭
এ দিকে বহিষ্কারাদেশ প্রত্যাখ্যান করে কার্যক্রম চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন বহিষ্কৃতরা। এ বিষয়ে জানতে চাইলে ঢাকা মহানগরের ‘বহিষ্কৃত’ সভাপতি তাহসীন মল্লিক বলেন, আমরা তাদের ঐক্যের আহ্বান জানিয়েছিলাম। কিন্তু তাতে সাড়া না দিয়ে আধিপত্য টিকিয়ে রাখতে আমাদের বহিষ্কার করেছে। আমরা আমাদের কার্যক্রম চালিয়ে যাব। গত নভেম্বরে ৪০তম জাতীয় সম্মেলনের মধ্য দিয়ে নতুন কেন্দ্রীয় কমিটি গঠিত হয়। এই কাউন্সিলেও বরাবরের মতো দেখা দেয় পদ-পদবির জন্য প্রকাশ্য দ্বন্দ্ব। কাউন্সিল অধিবেশনের তৃতীয় দিন এ দ্বন্দ্ব প্রকাশ্য হয়ে ওঠে। ২২৬ কাউন্সিলরের উপস্থিতিতে গোপন ব্যালটে ভোট শুরু হওয়ার আগে মধ্যরাতে কাউন্সিল অধিবেশন থেকেই বের হয়ে পড়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ও ঢাকা মহানগর কমিটির একাংশ। তাদের সঙ্গে যোগ দেন জাবি সংসদের নেতাকর্মীরা। তবে কাউন্সিলের পর ভোটে নির্বাচিত কমিটিকে মেনে নিয়ে অভিনন্দনও জানায় ওই পক্ষ। তবে দেড় মাসের মাথায় হঠাৎ করেই নতুন সম্মেলনের দাবি তোলেন তারা। এ জন্য ১১৪ জনের স্বাক্ষরও কেন্দ্রীয় কমিটি বরাবর জমা দেয়া হয়। কয়েকজনের স্বাক্ষর জালিয়াতির ঘটনা ধরা পড়েছে জানিয়ে কেন্দ্রীয় কমিটি ওই প্রস্তাব নাকচ করে দেন। এতে ক্ষুব্ধ হয়ে গত ১৩ জানুয়ারি বসে ৪০তম কাউন্সিলের ৫৩ কাউন্সিলরের সভা। ওই সভা থেকে নতুন সম্মেলনের ডাক দেয়া হয়। ওই সম্মেলন শেষ পর্যন্ত অনুষ্ঠিত হয়নি। ওই বিদ্রোহের ধারাবাহিকতায় কেন্দ্রীয় কমিটি এই শাস্তিমূলক ব্যবস্থার ঘোষণা দিলো বলে সংগঠন সূত্র জানায়।

 


আরো সংবাদ



premium cement
সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট কারীদের চিহ্নিতকরণ ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি ১২ দলীয় জোটের কলিং ভিসায় প্রতারণার শিকার হয়ে দেশে ফেরার সময় মারা গেল মালয়েশিয়া প্রবাসী নারায়ণগঞ্জ যুবদলের সদস্য সচিবকে আটকের অভিযোগ হাতিয়া-সন্দ্বীপ চ্যানেলে কার্গো জাহাজডুবি : একজন নিখোঁজ, ১১ জন উদ্ধার হঠাৎ অবসরের ঘোষণা পাকিস্তানের সাবেক অধিনায়কের বগুড়ায় গ্যাসের চুলার আগুনে বৃদ্ধা নিহত বগুড়ায় ধানের জমিতে পানি সেচ দেয়া নিয়ে খুন জিআই স্বীকৃতির সাথে গুণগত মানের দিকেও নজর দিতে হবে : শিল্পমন্ত্রী অনির্দিষ্টকালের জন্য বন্ধ চুয়েট, শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ সখীপুরে সাবেক ও বর্তমান এমপির সমর্থকদের মধ্যে ব্যাপক সংঘর্ষ তীব্র গরমের জন্য আওয়ামী লীগ সরকার অন্যতম দায়ী : মির্জা আব্বাস

সকল