২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫
`

কবিতায় বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পেলেন ঢাবি প্রো ভিসি ড. সামাদ

-

‘মুজিব আমার স্বাধীনতার অমর কাব্যের কবি’Ñ এই অমর পঙ্ক্তির রচয়িতা কবি মুহাম্মদ সামাদ মুজিববর্ষে পেলেন কবিতায় বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার। অধ্যাপক কবি ড. মুহাম্মদ সামাদের জন্ম তৎকালীন ময়মনসিংহের জামালপুর মহকুমায় ১৯৫৬ সালে। ‘ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেসের (ইউআইটিএস)’ ভিসির দায়িত্ব পালন করা ড. সামাদ বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি হিসেবে দায়িত্ব পালন করছেন।
বিশিষ্ট কবি এবং ধীমান অধ্যাপক, উন্নয়ন-গবেষক ও সামাজিক বিজ্ঞানী হিসেবে পরিচিত মুহাম্মদ সামাদের এখন পর্যন্ত রচিত ও সম্পাদিত গ্রন্থসংখ্যা ২৩টি। তিনি এ পর্যন্ত সামাদ সিটি আনন্দ-আলো পুরস্কার, সৈয়দ মুজতবা আলী সাহিত্য পুরস্কার, কবি সুকান্ত সাহিত্য পুরস্কার, কবি জীবনানন্দ দাশ পুরস্কার, কবি জসীমউদ্দীন সাহিত্য পুরস্কার, ত্রিভুজ সাহিত্য পুরস্কার, কবি বিষ্ণু দে পুরস্কার (২০০৯, পশ্চিমবঙ্গ, ভারত), কবিতালাপ পুরস্কার অর্জন করেন। এ ছাড়া চীনের ইন্টারন্যাশনাল পোয়েট্রি ট্র্যানস্লেশন অ্যান্ড রিসার্চ সেন্টার কর্তৃক ঘোষিত ইন্টারন্যাশনাল বেস্ট পোয়েট সম্মাননা লাভ করেন। মুহাম্মদ সামাদ বর্তমানে বাংলাদেশের কবিদের প্রধান প্রতিষ্ঠান জাতীয় কবিতা পরিষদের সভাপতির দায়িত্ব পালন করছেন। বিজ্ঞপ্তি।

 


আরো সংবাদ



premium cement