১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

এনএসইউএসএনের উদ্বোধনী কোহর্টের গ্র্যাজুয়েশন

-

নর্থ সাউথ ইউনিভার্সিটি স্টার্টআপস নেক্সট (এনএসইউএসএন)-এর উদ্বোধনী কোহর্ট থেকে চারটি প্রযুক্তি-ভিত্তিক স্টার্টআপস গ্রাজুয়েশন সম্পন্ন করেছে। এনএসইউএসএন মূলত নর্থ সাউথ ইউনিভার্সিটি (এনএসইউ) এর একটি স্টার্টআপ ইনকিউবেটর যার মূল উদ্দেশ্য হলো পরবর্তী প্রজন্মের স্টার্টআপস উদ্যোক্তা তৈরি এবং তাদের সার্বিক সহযোগিতা করা। এই উদ্যোগের সাফল্য তুলে ধরা এবং পরবর্তী কোহর্টের উদ্বোধনের জন্য এনএসইউএসএন গতকাল একটি ভার্চুয়াল গ্রাজুয়েশন অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, এমপি। বিশেষ অতিথি ছিলেন নর্থ সাউথ ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান এম এ কাসেম। বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নর্থ সাউথ ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের সদস্য জনাব বেনজীর আহমেদ, রেহানা রহমান এবং তানভীর হারুন, অধিবেশন সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন নর্থ সাউথ ইউনিভার্সিটির ভিসি অধ্যাপক আতিকুল ইসলাম। এনএসইউএসএনের দ্বিতীয় কোহর্টে আবেদন কার্যক্রম শুরু হয়েছে। সমাজের যেকোনো বাস্তব সমস্যা সমাধানের জন্য একটি স্টার্টআপ তৈরির প্রতিশ্রুতিবদ্ধ যে কেউই ২০২১ সালের ২৮ শে ফেব্রুয়ারি পর্যন্ত িি.িহংঁংঃধৎঃঁঢ়ংহবীঃ.পড়স এ অনলাইনে আবেদন করতে পারবেন। বিজ্ঞপ্তি

 


আরো সংবাদ



premium cement