২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

আজ মাইকেল মধুসূদন দত্তের জন্মবার্ষিকী'

-

অমিত্রাক্ষর ছন্দের জনক সনেট কবিতার রূপকার মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ১৯৭তম জন্মদিন আজ। তিনি ১৮২৪ সালের ২৫ জানুয়ারি যশোরের কেশবপুর উপজেলার কপোতাক্ষ নদের তীরে সাগরদাঁড়ি গ্রামে জমিদার রাজ নারায়ণ দত্ত ও মাতা জাহ্নবী দেবীর ঘরে জন্মগ্রহণ করেন। পিতা-মাতা তার নাম রাখেন শ্রী মাইকেল মধুসূদন দত্ত। তিনি বাংলা ভাষায় সনেট প্রবর্তনের মাধ্যমে মাতৃভাষাকে বিশ্ব দরবারে সমৃদ্ধ করেছেন । সুদূর ফ্রান্সের ভার্সাই নগরীতে বসে মাতৃভাষা বাংলা নিয়ে কবি রচনা করেছেন মেঘনাধ বধ কাব্য, শর্মীষ্ঠা নাটক, বুড়ো শালিকের ঘাঁড়ে রো নাটক, কৃষ্ণ কুমারী নাটকসহ অসংখ্য সাহিত্যকর্ম রচনা করেছেন অল্প বয়সে।
কবি ছেলে বেলায় নিজ গ্রাম সাগরদাঁড়ির এক পাঠশালায় মাওলানা লুৎফর রহমানের কাছে শিশু বয়সে মধুসূদন তার শিক্ষাজীবনে আরবি শিক্ষালাভ করেন। কিন্তু গাঁয়ের পাঠশালায় তিনি বেশি দিন শিক্ষা লাভ করতে পারেননি। বাবা রাজনারায়ণ দত্ত কর্মের জন্য এই ছেলেসহ পরিবার নিয়ে কলকাতার খিদিরপুরে গিয়ে বসবাস শুরু করেন। শেষ জীবনে অর্থাভাব, ঋণগ্রস্ত ও অসুস্থতায় মাইকেল মধুসূদন দত্তের জীবন দুর্বিষহ হয়ে উঠেছিল। তিনি যখন খুব কষ্টের মধ্যে দিনাতিপাত করছিলেন তখন তাকে আর্থিকভাবে সহায়তা করেছিলেন কবি ও সুসাহিত্যিক ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগর। এর পর কবি সকল কিছুর মায়া ত্যাগ করে ১৮৭৩ সালের ২৯ জুন কলকাতায় মাত্র ৪৯ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দিবসটি স্মরণে ১৯৭২ সাল থেকে কবির জন্মবার্ষিকী তার জন্মস্থান সাগরদাঁড়িতে পালিত হয়ে আসছে। এরই মধ্যে ১৯৯৪ সাল থেকে প্রতি বছর সংষ্কৃৃতি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় যশোর জেলা প্রশাসনের আয়োজনে কেশবপুরের সাগরদাঁড়িতে মাইকেল মধুসূদন দত্তের জন্ম জয়ন্তি ও সপ্তাহব্যাপী মধু মেলার আয়োজন চলে আসছে। আগে ২৫ জানুয়ারি শুরু হয়ে এলেও এসএসসি ও দাখিল পরীক্ষা এগিয়ে আসার কারণে গত ২০১৫ সাল থেকে ২২ জানুয়ারি থেকে সাত দিনব্যাপী মধুমেলা পালিত হয়ে আসছিল। কিন্তু এবার বিশ্বব্যাপী করোনা ভাইরাসের কারণে মাত্র এক দিনের জন্য সাগরদাঁড়িতে মহাকবির জন্মভূমিতে বিকেল ৩টা থেকে কবির আবক্ষ মূর্তিতে পুষ্পমাল্য অর্পণ ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। বিষয়টি কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেন এই প্রতিনিধিকে জানান। বিশিষ্ট কবি ও সাহিত্যিকরা কবির জন্মস্থানে আসবেন বলে একটি সূত্র জানায়।


আরো সংবাদ



premium cement