২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫
`

এলপিজি গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে গণতান্ত্রিক বাম ঐক্যের মানববন্ধন

-

গতকাল রোববার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে গণতান্ত্রিক বাম ঐক্যের উদ্যোগে করোনার মহামারীকালে এলপিজি গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
সংগঠনের সমন্বয়ক ও সমাজতান্ত্রিক মজদুর পার্টির সাধারণ সম্পাদক কমরেড সামছুল আলমের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক কমরেড হারুন চৌধুরী, সোস্যাল ডেমোক্র্যাটিক পার্টির আহ্বায়ক আবুল কালাম আজাদ, পিডিবির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হারুন অর রশীদ, সোনার বাংলা পার্টির সাধারণ সম্পাদক সৈয়দ হারুন অর রশিদসহ আয়োজক সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
মানববন্ধনে বক্তারা বলেন, ‘গত ১৪ জানুয়ারি সরকার এলপিজি গ্যাসের মূল্যবৃদ্ধির জন্য ত্রিপক্ষীয় গণশুনানির আয়োজন করে ২৪ তারিখে পক্ষে-বিপক্ষে মতামত দেয়ার কথা বলা আছে। সরকারি এলপিজি কোম্পানি বর্তমানে প্রতি সিলিন্ডারের মূল্য নিচ্ছে ৬০০ টাকা আর বেসরকারি এলপিজি কোম্পানিগুলো ইচ্ছে মতো মূল্য নিচ্ছে। দেশে বর্তমানে সরকারি একটি এলপিজি কোম্পানি আছে, আরো ৫৬টি বেসরকারি কোম্পানি আছে। তার মধ্যে ২৮টি কোম্পানি সারা দেশে এলপিজি গ্যাস সরবরাহ করছে। আটটি কোম্পানি ২৮টি বেসরকারি কোম্পানির কাছ থেকে গ্যাস ক্রয় করে সারা দেশে বিক্রয় করছে।’
নেতৃবৃন্দ আরো বলেন, ‘সরকারি এলপিজি কোম্পানি নতুনভাবে মূল্যবৃদ্ধির প্রস্তাব করেছে। প্রতি সিলিন্ডারের মূল্য ৭০০ টাকা। আর সরকারি টেকনিক্যাল কোম্পানি প্রস্তাব করেছে ৯৫০ টাকা, বেসরকারি এলপিজি কোম্পানি জোট প্রস্তাব করেছে ১২৫০ টাকা। করোনার এই মহামারীকালে এলপিজি গ্যাসের মূল্যবৃদ্ধির নামে জনগণের পকেট কাটা চলবে না। আমরা গণতান্ত্রিক বাম ঐক্যের পক্ষ থেকে এলপিজি গ্যাসের মূল্য বৃদ্ধির প্রস্তাবের প্রতিবাদ জানাই। বর্তমান করোনাকালীন সময়ে জনগণের দুরবস্থার মধ্যে যদি এলপিজি গ্যাসের মূল্যবৃদ্ধি পায় তাহলে জনগণের দুর্ভোগ আরো বাড়বে।’
সমাবেশ থেকে গণতান্ত্রিক বাম ঐক্যের নেতৃবৃন্দ দাবি আদায়ে আগামীতে জ্বালানি মন্ত্রণালয় বরাবর স্মারকলিপি পেশ, প্রতিবাদী সমাবেশ ও অবস্থান কর্মসূচি ঘোষণা করেন। বিজ্ঞপ্তি।


আরো সংবাদ



premium cement
পরিবেশ দূষণে বাংলাদেশে বছরে ২ লাখ ৭২ হাজার মানুষের মৃত্যু : বিশ্বব্যাংক নোয়াখালীতে ল’ইয়ার্স কাউন্সিলের ইফতার মাহফিল অনুষ্ঠিত ‘আইনের শাসন ও মানবাধিকার প্রতিষ্ঠার জন্য ল’ ইয়ার্স কাউন্সিল কাজ করে যাচ্ছে’ পুকুরে পাওয়া গেল ১০০ ইলিশ অবন্তিকার আত্মহত্যা : জবির সহকারী প্রক্টর দ্বীন ইসলামের জামিন আবারো নামঞ্জুর পাথরঘাটায় বদর দিবস পালনে দেড় হাজার মানুষের ইফতারি আদমদীঘিতে ৭২ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মির্জা ফখরুলের জলবায়ু সহনশীল মৎস্যচাষ প্রযুক্তি উদ্ভাবনে পদক্ষেপ নেয়া হবে : মন্ত্রী গাজীপুরে গাঁজার বড় চালানসহ আটক ২ দুই ঘণ্টায় বিক্রি হয়ে গেল ২৫০০ তরমুজ

সকল