২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

ভোক্তাদের বিচারে এসিআই কনজ্যুমার ব্র্যান্ডসের আটটি পণ্য পুরস্কৃত

-

দীর্ঘ সময় ধরে এসিআই পণ্য গুণগত মানের জন্য ভোক্তাদের কাছে ব্যাপকভাবে সমাদৃত। আর এরই ধারাবাহিকতায় বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম ও নেলসনের যৌথ জরিপে ভোক্তাদের বিচারে এসিআই কনজ্যুমার ব্র্যান্ডসের আটটি পণ্য ‘বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড ২০২০’-এ পুরস্কার অর্জন করেছে। এর মধ্যে স্যাভলন হ্যান্ড স্যানিটাইজার, স্যাভলন লিকুইড এন্টিসেপটিক, এসিআই এরোসল এবং এসিআই পিওর সল্ট নিজ নিজ ক্যাটাগরিতে প্রথম হিসেবে ভোক্তাসাধারণ নির্বাচন করেছেন। ফ্রিডম স্যানিটারি ন্যাপকিন, স্যাভলন হ্যান্ড ওয়াশ এবং ভ্যানিশ টয়লেট ক্লিনার অনেক ব্র্যান্ডের মধ্যে দ্বিতীয় চয়েজ হিসেবে বিবেচিত হয়েছে। এসিআই পিওর সুগার নিজ ক্যাটাগরিতে তৃতীয় স্থান অর্জন করে। এই উপলক্ষে সম্প্রতি এসিআই সেন্টারে ‘ঈবষবনৎধঃরহম ইৎধহফ ঝঁপপবংংবং’ উদযাপন করা হয়। আলোচ্য অনুষ্ঠানে উপস্থিত ছিলেনÑ এসিআইয়ের গ্রুপ ম্যানেজিং ডিরেক্টর ডক্টর আরিফ দৌলা, এসিআই কনজ্যুমার ব্র্যান্ডস ও এসিআই সল্টের ম্যানেজিং ডিরেক্টর সৈয়দ আলমগীর, বিজনেস ডিরেক্টর মো: কামরুল হাসানসহ কোম্পানির উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ। আলমগীর বলেন, ‘করোনা মহামারীর শুরু থেকে এসিআই দেশের মানুষের পাশে আছে। একসঙ্গে আটটি ব্র্যান্ডের স্বীকৃতি ভোক্তাসাধারণের দৃঢ় আস্থা জ্ঞাপনের উজ্জ্বল দৃষ্টান্ত। আশা করছি ভবিষ্যতে আমাদের অন্যান্য ব্র্যান্ডও স্বীকৃতি পাবে।’
এসিআই কনজ্যুমার ব্র্যান্ডস তাদের এই সুনাম বজায় রেখে গুণগত মানের দিক দিয়ে সেরা পণ্য ভোক্তাদেরকে উপহার দিতে দৃঢ় প্রত্যয়ী। বিজ্ঞপ্তি।

 


আরো সংবাদ



premium cement
বঙ্গবীর কাদের সিদ্দিকীকে বক্তব্য প্রত্যাহার করে ক্ষমা চাইতে বললেন এমপি জয় পঞ্চপল্লীর ঘটনায় ন্যায়বিচারের স্বার্থে যা দরকার দ্রুততম সময়ের মধ্যে করার নির্দেশ সরকার ভিন্ন মত ও পথের মানুষদের ওপর নিষ্ঠুর দমন-পীড়ন চালাচ্ছে : মির্জা ফখরুল ধুনটে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধের মৃত্যু বাকৃবির এক্স রোটারেক্টরর্স ফোরামের বৃত্তি প্রদান অনুষ্ঠিত পাবনায় মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড, হিট স্ট্রোকে মৃত্যু ১ দাগনভুঞায় বঙ্গবন্ধুকে নিয়ে কটুক্তির ঘটনায় আ’লীগ নেতাকে শোকজ দখলে থাকা ৪ গ্রাম আজারবাইজানকে ফিরিয়ে দেবে আর্মেনিয়া স্বামীর পুরুষাঙ্গ কেটে স্ত্রীর আত্মহত্যা! কুলাউড়ায় ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু যেসব এলাকায় রোববার ১২ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে

সকল