২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

বাইডেন প্রশাসনে উচ্চপদে স্থান পেলেন নান্দাইলের জাইন

গ্রামবাসীর মধ্যে আনন্দের বন্যা
-

যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে নিয়োগ পেয়েছেন ময়মনসিংহের নান্দাইলের জাইন সিদ্দিকী। ময়মনসিংহের নান্দাইল উপজেলার শেরপুর ইউনিয়নের মাদানিনগর গ্রামে তার পৈতৃক বাড়ি। যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে তার নিয়োগ পাওয়ার খবরে গ্রামবাসীর মধ্যে আনন্দের বন্যা বইছে।
গত ১৩ জানুয়ারি জো বাইডেন প্রশাসন ডেপুটি চিফ অব স্টাফের সিনিয়র অ্যাডভাইজার পদে তার নাম ঘোষণা করে। ২৮ বছর বয়সী জাইন সিদ্দিকী ময়মনসিংহের নান্দাইলের শেরপুর ইউনিয়নের মাদানিনগর গ্রামের মোস্তাক আহম্মেদ সিদ্দিকী ওরফে মামুন ও কামরুন আবেদীন হেলেনা সিদ্দিকী দম্পতির একমাত্র ছেলে। তারা দুইজনেই যুক্তরাষ্ট্রে চিকিৎসক হিসেবে কর্মরত আছেন। ৩২-৩৩ বছর আগে তারা পাড়ি জমান যুক্তরাষ্ট্রে। সেখানেই জন্ম হয় জাইনের। তাদের সাথে যুক্তরাষ্ট্রে থাকেন দাদি মাজেদা আক্তারও।
নান্দাইলের শেরপুর ইউনিয়নের মাদানিনগর গ্রামে সরেজমিন গিয়ে প্রথম বাংলাদেশী বংশোদ্ভূত হিসেবে জো বাইডেনের প্রশাসনে এত বড় গুরুত্বপূর্ণ পদে তার নিয়োগ পাওয়ায় গ্রামের মানুষের মধ্যে আনন্দের বন্যা বইছে। সর্বশেষ ২০১৬ সালের এপ্রিলে বাবাকে নিয়ে এ গ্রামে এসেছিলেন তিনি। সবাই বলছেন, জাইন সিদ্দিকী শুধু নান্দাইলের নন, ময়মনসিংহের গর্ব, বাংলাদেশের গর্ব।
তার নিয়োগের খবরে এলাকায় মিষ্টি বিতরণের পাশাপাশি মসজিদে মসজিদে দোয়ার অনুষ্ঠান চলছে। গ্রামবাসীর প্রত্যাশা, জাইন গ্রামের মানুষের দুঃখ-দুর্দশায় পাশে থাকবেন। বর্তমানে গ্রামের বাড়িতে জাইনের বাবা-ফুফুরা কেউ বসবাস করেন না। জাইনের এক ফুফু নাহিদ পারভিন মনির বিয়ে হয়েছে রাষ্ট্রপতি আবদুল হামিদের ছোট ভাই আবদুল হাইয়ের সাথে। স্বামীর মৃত্যুর পর নাহিদ পারভিন মনি আবদুল হামিদের ব্যক্তিগত সহকারী হিসেবে দায়িত্ব পালন করছেন।

 


আরো সংবাদ



premium cement