২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া ফেরি চলাচল ৮ ঘণ্টা বন্ধ

শত শত যানবাহন আটকা
-

দেশের ব্যস্ততম দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ঘন কুয়াশায় শনিবার রাত দেড়টা থেকে রোববার সকাল সাড়ে ৯টা পর্যন্ত দুই দফায় প্রায় আট ঘণ্টা ফেরি চলাচল বন্ধ থাকার পর ফেরি চলাচল শুরু হয়। এতে উভয় পাড়ে নদী পারের অপেক্ষায় সিরিয়ালে আটকা পড়ে শত শত যানবাহন।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যার পর থেকে নদী এলাকায় কুয়াশা পড়তে শুরু করে। রাত বাড়ার সাথে সাথে কুয়াশার ঘনত্ব বৃদ্ধি পেতে থাকে। রাত ১টার দিকে নৌপথ কুয়াশার চাদরে ঢেকে ফেলে। এ পরিস্থিতিতে রাত দেড়টার দিকে কর্তৃপক্ষ দুর্ঘটনা এড়াতে সব ধরনের নৌযান চলাচল বন্ধ ঘোষণা করে। ভোরে কুয়াশা কিছুটা কমে এলে সতর্কতার সাথে কিছু সময় ফেরি চালানোর চেষ্টা করে কর্তৃপক্ষ। তবে কুয়াশার ঘনত্ব কমে গেলে সকাল সাড়ে ৯টার দিকে ফেরি চলাচল স্বাভাবিক হয়।
এ দিকে দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকায় দক্ষিণ-পশ্চিম অঞ্চলের হাজার হাজার যাত্রী ও পরিবহন চালকরা বিপাকে পড়েন। দৌলতদিয়া ঘাট এলাকায় নদীর শীতল বাতাসের মধ্যে সারা রাত আটকে থাকায় সবচেয়ে বেশি দুর্ভোগ পোহায় শিশু ও মহিলা যাত্রীরা। বরিশাল থেকে ছেড়ে আসা সাকুরা পরিবহনের যাত্রী মো: সাজ্জাদ হোসেন বলেন, রাত ১টার দিকে দৌলতদিয়া ঘাটে এসে শুনি কুয়াশার কারণে ফেরি চলাচল বন্ধ রয়েছে। এ সময় ঘাট এলাকায় আটকে থেকে চরম বিড়ম্বনার শিকার হই।
সাতক্ষীরা থেকে আসা কাঁচা পণ্য বোঝাই ট্রাকচালক মো: ছাত্তার মিয়া বলেন, কুয়াশার মধ্যে ঘাটে ফেরি চলাচল না করায় আটকে পড়েছি। যথাসময়ে পণ্য গন্তব্যে পৌঁছতে না পারলে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হতে হবে।
বিআইডব্লিউটিসির দৌলতদিয়া কার্যালয়ের সহব্যবস্থাপক মো: মাহাবুব হোসেন বলেন, কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় দুর্ঘটনা এড়াতে আট ঘণ্টার কিছু বেশি সময় পর ফেরি চলাচল শুরু হয়। এ নৌরুটে ১৫টি ফেরি চলাচল করছে। দুর্ভোগ কমাতে আটকে থাকা যাত্রীবাহী যানবাহনগুলো অগ্রাধিকার ভিত্তিতে নদী পার করা হচ্ছে।

 


আরো সংবাদ



premium cement
কালিয়াকৈরে ছিনতাইকারীর অস্ত্রের আঘাতে স্বর্ণ ব্যবসায়ী বাবা-ছেলে আহত কাপাসিয়ায় চোর সন্দেহে গণপিটুনিতে নিহত ২ রাশিয়ার ২৬টি ড্রোন ধ্বংসের দাবি ইউক্রেনের উত্তর কোরিয়ার সাথে আলোচনার ক্ষেত্র তৈরি করতে চাচ্ছে যুক্তরাষ্ট্র মাগুরায় বজ্রপাতে ২ যুবকের মৃত্যু মিয়ানমারে সামরিক বাহিনী ‘অস্থায়ীভাবে’ ক্ষমতায় রয়েছে : জান্তা প্রধান গাজীপুরে কাভার্ডভ্যানের চাপায় মোটরসাইকেলচালক নিহত উত্তরপ্রদেশে কারাগারে মুসলিম রাজনীতিবিদের মৃত্যু : ছেলের অভিযোগ বিষপ্রয়োগের দক্ষিণ আফ্রিকায় বাস খাদে, নিহত ৪৫, বাঁচল একটি শিশু ইসরাইলের রাফা অভিযান পরিকল্পনা স্থগিত এগিয়ে নিয়ে গিয়েও জেতাতে পারলেন না ত্রিস্তান

সকল