২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫
`

সাতকানিয়া-লোহাগাড়ায় দুস্থদের মধ্যে ড. আবু রেজা নদভীর খাদ্যসামগ্রী বিতরণ

কিং সালমান রিলিফ সেন্টারের অর্থায়নে ও আল্লামা ফজলুল্লাহ ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় সাতকানিয়া-লোহাগাড়ায় খাদ্যসামগ্রী বিতরণ করছেন ড. আবু রেজা নদভী এমপি -

সাতকানিয়া-লোহাগাড়ার তালিকাভুক্ত দুস্থ-দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে সৌদি আরবের রাজকীয় দাতা সংস্থা কিং সালমান হিউম্যানিটেরিয়ান এইড অ্যান্ড রিলিফ সেন্টারের অর্থায়নে ও আল্লামা ফজলুল্লাহ ফাউন্ডেশনের সার্বিক ব্যবস্থাপনায় গত বৃহস্পতিবার খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। পৃথক পৃথক অনুষ্ঠানের মাধ্যমে এসব ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম-১৫ সাতকানিয়া-লোহাগাড়া আসনের সংসদ সদস্য ও আল্লামা ফজলুল্লাহ ফাউন্ডেশনের প্রতিষ্ঠা চেয়ারম্যান প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী। উপস্থিত ছিলেন দাতা সংস্থা কিং সালমান হিউম্যানিটেরিয়ান এইড অ্যান্ড রিলিফ সেন্টারের প্রতিনিধি আব্দুল্লাহ খালেদ আল ওতেহীন, আবু বকর মোহাম্মদ খালেদ, ইলতানাজী মোহাম্মদ আহমদ মোহাম্মদ। গতকাল সকাল ১০টায় সাতকানিয়া উপজেলা মিলনায়তনে আয়োজিত বিতরণ অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুস সালাম চৌধুরী। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাতকানিয়া উপজেলা ভাইস চেয়ারম্যান সালাউদ্দিন হাসান চৌধুরী, সাতকানিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসেন, আওয়ামী লীগ নেতা কায়সারুল আলম চৌধুরী, উপজেলা যুবলীগের আহ্বায়ক সাইদুর রহমান দুলাল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও মাদার্শা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আ ন ম সেলিম চৌধুরী, সাতকানিয়া পৌরসভা যুবলীগের সভাপতি মোহাম্মদ আনিচ, সাধারণ সম্পাদক জাবেদ ইকবাল, পৌরসভা ছাত্রলীগের আহ্বায়ক মোহাম্মদ ইদ্রিচ, প্রমুখ। বিকেল ৩টায় লোহাগাড়া উপজেলা মিলনায়তনে আয়োজিত বিতরণ অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আহসান হাবিব জিকু, লোহাগাড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা জাকির হোসেন মাহমুদ, লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি খোরশেদ আলম চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি ও লোহাগাড়া সদর ইউনিয়ন চেয়ারম্যান নুরুচ্ছফা চৌধুরী, সাধারণ সম্পাদক সালাউদ্দিন হিরু, লোহাগাড়া উপজেলা যুবলীগের আহ্বায়ক জহির উদ্দিন, আমিরাবাদ ইউপি চেয়ারম্যান ইউনুস, পদুয়া ইউপি চেয়ারম্যান মোহাম্মদ জহির, কলাউজান ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল ওয়াহেদ, চুনতি ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদীন জনু, আধুনগর ইউপি চেয়ারম্যান নাজিম উদ্দিন, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক নুরুল হক নুনু, প্রমুখ। উল্লেখ্য, কিং সালমান রিলিফ হিউম্যানিটেরিয়ান এইড অ্যান্ড রিলিফ সেন্টারের অর্থায়নে ও আল্লামা ফজলুল্লাহ ফাউন্ডেশনের সার্বিক ব্যবস্থাপনায় রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প ছাড়াও সাতকানিয়া ও লোহাগাড়া এবং দেশের বিভিন্ন স্থানের দুস্থ দরিদ্র জনগোষ্ঠীর মধ্যে এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হচ্ছে। বিজ্ঞপ্তি।


আরো সংবাদ



premium cement