২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

গোল্ডেন হারভেস্ট গ্রুপের ডিজিটালাইজেশনের যাত্রায় গ্রামীণফোন

-

গোল্ডেন হারভেস্ট গ্রুপের সাথে এক সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে গ্রামীণফোন। এ চুক্তির মাধ্যমে গ্রামীণফোনের মোবিলিটি আইওটি সেবা ব্যবহার করবে গোল্ডেন হারভেস্ট গ্রুপের কর্মকর্তারা।
এ চুক্তির অধীনে গ্রামীণফোনের ফোরজি নেটওয়ার্ক কাভারেজ, আফটার-সেলস সার্ভিস, টেলিকম সল্যুশন এবং আইওটি সার্ভিস ব্যবহার করবে গোল্ডেন হারভেস্ট গ্রুপ।
অনুষ্ঠানে গ্রামীণফোনের বিজনেস ডিভিশনের ডিরেক্টর নাসার ইউসুফ বলেন, ‘ডিজিটাল বাংলাদেশের কানেক্টিভিটি পার্টনার হিসেবে আমরা পার্টনার ও গ্রাহকদের সিমপ্লিফায়েড সল্যুশন প্রদানের মাধ্যমে তাদের প্রবৃদ্ধিতে সহায়তায় অঙ্গীকারবদ্ধ। আমাদের পণ্য ও সেবার আস্থা রাখার জন্য আমরা গোল্ডেন হারভেস্ট গ্রুপের কাছে কৃতজ্ঞ।
নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এ চুক্তিতে স্বাক্ষর করেন গ্রামীণফোনের বিজনেস ডিভিশনের ডিরেক্টর নাসার ইউসুফ এবং গোল্ডেন হারভেস্ট গ্রুপের প্রধান নির্বাহী এস এম মমতাজুল ইসলাম। দেশে ফ্রোজেন ফুড খাতে অগ্রণী প্রতিষ্ঠান হিসেবে ভূমিকা রেখেছে গোল্ডেন হারভেস্ট গ্রুপ এবং দেশের প্রথম প্রতিষ্ঠান হিসেবে গোল্ডেন হারভেস্ট ইউএসএইডের সাথে কোল্ড চেইন নেটওয়ার্ক তৈরি করেছে।

 


আরো সংবাদ



premium cement