২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`
ধলেশ্বরী পরিদর্শনে নদী রক্ষা কমিশন চেয়ারম্যান

অবৈধ স্থাপনা উচ্ছেদ ও বন্দোবস্ত বাতিলের নির্দেশ

-

‘বাঁচাও নদী, বাঁচাও মানুষ, বাঁচাও দেশ’ এ প্রতিপাদ্যে জাতীয় নদী রক্ষা কমিশন চেয়ারম্যান ড. মুজিবুর রহমান হাওলাদার মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার ধলেশ্বরী নদী পরিদর্শন করেন।

গতকাল সকালে নদীটির ধল্লা, চরজলিল, ফোর্ডনগর ও জামির্ত্তার কালাবগা মৌজা এলাকা পরিদর্শন করেন। এ সময় তিনি নদীর জমিতে অবৈধভাবে গড়ে ওঠা দু’টি ইটভাটা, নর্দান ও মানিকগঞ্জ পাওয়ার জেনারেশনের নদীর বুকে নির্মিত দু’টি রাস্তা , শাহ মেরিন রিসোর্টসহ সব অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশ দেন তিনি। সেই সাথে সিএস রেকর্ড অনুযায়ী নদীর সীমানা নির্ধারণ এবং অতীতে দেয়া বন্দোবস্ত বাতিলেরও নির্দেশ দেন তিনি। এর পর দুপুরে সিঙ্গাইর উপজেলা সম্মেলন কক্ষে  নদী রক্ষা কমিটি আয়োজিত নদীর অবৈধ দখল, নিয়ন্ত্রণ, দূষণ প্রতিরোধ ও নদীর নব্যতা সংরক্ষণবিষয়ক এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন। এ সময় ড. মুজিবুর রহমান হাওলাদার বলেন, মানুষের শরীরে রক্ত প্রবাহের জন্য যেমন শিরা-উপশিরা প্রয়োজন তেমনি দেশকে বাঁচাতে নদী, খালবিল সচল রাখা জরুরি। 

উপজেলা নদী রক্ষা কমিটির সভাপতি ও ইউএনও রুনা লায়লার সভাপতিত্বে বক্তব্য রাখেনÑ বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) সহসভাপতি কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ, জাতীয় নদী রক্ষা কমিশনের সার্বক্ষণিক সদস্য মো: আলাউদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোসাম্মৎ শাহীন আক্তার, সহকারী কমিশনার (ভূমি) মেহের নিগার সুলতানা, ওসি রকিবুজ্জামান, পৌর মেয়র অ্যাডভোকেট খোরশেদ আলম ভূঁইয়া জয়, ইউপি চেয়ারম্যান হাজী আব্দুল মাজেদ খান, মো: রমজান আলী, সাজেদুল আলম তালুকদার স্বাধীন, দেওয়ান জিন্নাহ লাঠু, মোহাম্মদ জাহিদুল ইসলাম ভূঁইয়া ,আব্দুল হালিম রাজু, দৈনিক আমাদের অর্থনীতির রিপোর্টার মো: সিরাজুল ইসলাম ও দৈনিক ভোরের কাগজ রিপোর্টার মাসুম বাদশাহ। সভায় নদী রক্ষা কমিশনের কর্মকর্তাসহ উপজেলার বিভিন্ন দফতরের সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 


আরো সংবাদ



premium cement
বিএনপি ক্ষমতায় আসতে মরিয়া হয়ে উঠেছে : ওবায়দুল কাদের মাটির নিচে পাওয়া গ্রেনেড মাইন মর্টার শেল নিষ্ক্রিয় করল সেনাবাহিনী অনির্দিষ্টকালের জন্য অনলাইন ক্লাসে যাচ্ছে জবি, বন্ধ থাকবে পরীক্ষা কুড়িগ্রামে রেলের ভাড়া বৃদ্ধির প্রতিবাদ ক্রিকেট খেলতে অস্ট্রেলিয়া যাচ্ছে দেওয়ানগঞ্জের প্রতিবন্ধী শিক্ষার্থী শিহাব কিশোরগঞ্জে বৃষ্টির জন্য বিশেষ নামাজ সাতক্ষীরা বৈদ্যুতিক খুটিতে ধাক্কা লেগে মোটরসাইকেলআরোহী নিহত বার্সেলোনাতেই থাকছেন জাভি চতুর্থ দফা ‘হিট অ্যালার্ট’ জারি : এবারের তাপদাহ শেষেই বৃষ্টিপাতের আশা ফরিদপুরে বৃষ্টির জন্য নামাজে হাজারো মুসুল্লির কান্না পোরশার নোচনাহারে আগুনে ৩টি দোকান পুড়ে গেছে

সকল