১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`
হাটহাজারীতে তাফসির মাহফিলে মুহিব্বুল্লাহ বাবুনগরী

ইসলামবিরোধী কোনো কার্যক্রম সহ্য করা হবে না

-

হেফাজতে ইসলামের প্রধান উপদেষ্টা আল্লামা শাহ মুহিববুল্লাহ বাবুনগরী বলেছেন, হেফাজতে ইসলাম আছে থাকবে, ১৩ দফা শেষ হয়নি। আমাদের স্পষ্ট বার্তা হলোÑ দেশ যারাই পরিচালনা করুক পরিচালনা করেন, সমস্যা নেই। কিন্তু ইসলামবিরোধী কোনো কার্যক্রম বিন্দুমাত্র সহ্য করা হবে না। রাসূলের দুশমন ঈমানের দুশমন নাস্তিক-মুরতাদ, বাম-রামদের আস্ফালন সহ্য করা হবে না।
গতকাল বৃহস্পতিবার বৃহত্তর চট্টলার ঐতিহ্যবাহী দ্বীনি ও সেবামূলক সংগঠন আল আমিন সংস্থার ব্যবস্থাপনায় তিন দিনব্যাপী ঐতিহাসিক তাফসিরুল কুরআন মাহফিলের দ্বিতীয় দিবসে প্রধান অতিথির বক্তব্যে জামিয়া ইসলামিয়া বাবুনগর মাদরাসার মহাপরিচালক ও হেফাজতে ইসলামের প্রধান উপদেষ্টা আল্লামা শাহ মুহিববুল্লাহ বাবুনগরী এ কথা বলেন। বেলা ২টা থেকে হাটহাজারী পার্বতী সরকারি উচ্চবিদ্যালয় মাঠে মুহাম্মদ আহসান উল্লাহ, মাওলানা মাহমুদুল হাসান ও মাওলানা হাফেজ রিজওয়ান আরমানের সঞ্চালনায় মাহফিলের চারটি পর্বে সভাপতিত্ব করেন যথাক্রমে মাওলানা আরশাদ রাহমানী, মাওলানা সালাহ উদ্দীন নানুপুরী, মাওলানা মুফতি হাবীবুর রহমান কাসেমী ও মাওলানা হাজী ইউছুফ।
মাওলানা আহমদ দিদার কাসেমীর উদ্বোধনী আলোচনার মাধ্যমে দ্বিতীয় দিবসের প্রথম অধিবেশনে শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী (রহ.), আল্লামা শাহ মুহাম্মাদ তৈয়ব (রহ:) ও আল্লামা ইদ্রীস (রহ:) এর জীবন, কর্ম ও অবদান শীর্ষক আলোচনা অনুষ্ঠিত হয়।
তাফসির মাহফিলে বক্তারা বলেন, গোটা পৃথিবী দু’ভাগে বিভক্ত। একভাগ ইসলামের পক্ষে অপর ভাগ ইসলামের বিপক্ষে। ইসলামের বিপক্ষশক্তি ব্যঙ্গচিত্র, অবজ্ঞা, অসম্মানজনক মন্তব্য ছুড়ে দিয়ে বিশ্বশান্তির অগ্রদূত বিশ্ব নবী মুহাম্মদ সা:-এর বিপক্ষে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। নবী সা:-এর অবমাননা প্রাণ থাকতে কোনো ঈমানদার সহ্য করতে পারে না।
দ্বিতীয় দিবসে প্রধান বক্তা ছিলেনÑ রাবেতাতুল ওয়ায়েজীন বাংলাদেশের সেক্রেটারি জেনারেল মাওলানা হাফেজ হাসান জামিল।
আরো মুফাসসিরিন ছিলেন মাওলানা গাজী সানাউল্লাহ রহমানী, মাওলানা হামেদ জাহেরী, মাওলানা কুতুবুদ্দীন নানুপুরী, মাওলানা রাফি বিন মুনির, মাওলানা মেরাজুল হক মাজহারী, মাওলানা সিরাজুল্লাহ, মাওলানা আবু সাঈদ, মাওলানা আনওয়ার শাহ আজহারী প্রমুখ।


আরো সংবাদ



premium cement
মাত্র ২ বলে শেষ পাকিস্তান-নিউজিল্যান্ড প্রথম টি-টোয়েন্টি জেলে কেজরিওয়ালকে হত্যার ষড়যন্ত্রের অভিযোগ দলের ছাত্রলীগ নেতার বিরুদ্ধে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকসহ ১২ জনের বিরুদ্ধে মামলা তোকে যদি এরপর হলে দেখি তাহলে খবর আছে, হুমকি ছাত্রলীগ নেতার বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা করা হয়নি : প্রধানমন্ত্রী দাওয়াতী ময়দানে সকল নেতাদের ভূমিকা রাখতে হবে : ডা. শফিকুর রহমান চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ ডিগ্রি ছাড়িয়ে গেল শ্রমিকদের মাঝে ইসলামের আদর্শের আহ্বান পৌঁছাতে হবে : ডা. শফিকুর রহমান ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে বিমানবন্দরের টার্মিনালে ঢুকে গেলো বাস, ইঞ্জিনিয়ার নিহত গোয়ালন্দে প্রবাসীর স্ত্রী-সন্তানকে মারধর, বিচারের দাবিতে মানববন্ধন

সকল