১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

বাস পোড়ানো মামলায় বিএনপির ৮০ জনের জামিন

-

রাজধানীতে বিভিন্ন স্থানে বাস পোড়ানোর অভিযোগে করা মামলায় বিএনপির আরো ২৫০ নেতাকর্মী আগাম জামিন চেয়ে হাইকোর্টে আবেদন করেছেন। তাদের মধ্যে গতকাল ৮০ জনকে আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট। গতকাল বিচারপতি মো: হাবিবুল গণি ও বিচারপতি মো: রিয়াজ উদ্দিন খানের হাইকোর্ট বেঞ্চে হাজির হয়ে বিএনপি নেতাকর্মীরা জামিন আবেদন করলে আদালত তাদের জামিন দেন।
বিএনপি নেতাদের পক্ষে জামিন আবেদনের শুনানি করেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। সাথে ছিলেন আইনজীবী গাজী কামরুল ইসলাম সজল ও মাকসুদ উল্লাহ।
আইনজীবীরা জানান, গতকাল ২৬টি আবেদনে আরো প্রায় ২৫০ জন বিএনপি নেতাকর্মীর আগাম জামিন আবেদন করা হয়েছে। এর মধ্যে সোমবার ১০টি আবেদনে ৮০ জন নেতাকর্মীকে ৫ জানুয়ারি পর্যন্ত জামিন দিয়েছেন আদালত। জামিন প্রাপ্তদের মধ্যে যুবদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক শফিকুল ইসলাম মিলটন ও আলী আশরাফ রয়েছেন। আজ মঙ্গলবার ও আগামীকাল বুধবার বাকি নেতাকর্মীদের জামিন আবেদনের শুনানি হবে বলে আইনজীবীরা জানান।
এর আগে গত ১৮ নভেম্বর বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়সহ ১২০ জন বিএনপি নেতাকর্মীকে ৫ জানুয়ারি পর্যন্ত আগাম জামিন দেন হাইকোর্ট। এর মধ্যে তাদের নিম্ন আদালতে আত্মসমর্পণ করতে বলা হয়েছে।
আইনজীবীরা জানান, ১২ নভেম্বর বৃহস্পতিবার রাজধানীতে বাস পোড়ানোর অভিযোগে ১১টি থানায় মোট ১৩টি মামলা করা হয়েছে। বিএনপির ৩৮ সিনিয়র নেতাসহ প্রায় সাড়ে ৯ শতাধিক কর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। এসব নেতাকর্মীদের মধ্যে আরো প্রায় ২৫০ জনের পক্ষে হাইকোর্টে জামিন আবেদন করেন।


আরো সংবাদ



premium cement