২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫
`

চাঁদপুরের সাথে নারায়ণগঞ্জের লঞ্চ চলাচল বন্ধ

নারায়ণগঞ্জ থেকে চাঁদপুরগামী একটি ছোট লঞ্চ : নয়া দিগন্ত -

গভীর নিম্নচাপের কারণে চাঁদপুর-নারায়ণগঞ্জের মধ্যে চলাচলকারী ছোট লঞ্চগুলো চলাচল বন্ধ রয়েছে। শুক্রবার সকাল ৭টা থেকে এই রুটের লঞ্চ চলাচল বন্ধ করে দেয় বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ চাঁদপুর।
চাঁদপুর লঞ্চ মালিক প্রতিনিধি মো: বিপ্লব সরকার জানান, ৬৫ ফুটের নিচে কোনো লঞ্চ অর্থাৎ একতলা লঞ্চগুলো আজ থেকে বন্ধ। বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত এসব লঞ্চগুলোর চলাচল ছিল।
চাঁদপুর বন্দর ও পরিবহন কর্মকর্তা কাউছার আহমেদ জানান, চাঁদপুর-নারায়ণগঞ্জ রুটের সব ক’টি লঞ্চ চলাচল পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত বন্ধ থাকবে। তবে চাঁদপুর-ঢাকা রুটের সবগুলো লঞ্চ শিডিউল অনুযায়ী ছেড়ে যাচ্ছে।
চাঁদপুর জেলা আবহাওয়া অফিসের কর্মকর্তা শাহ্ মোহাম্মদ শোয়েব বলেন, চাঁদপুরে শুক্রবার সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ৭৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। চাঁদপুর নদী উপকূলীয় এলাকায় ৩-৫ ফুট উচ্চতায় বায়ুতাড়িত জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে। এ দিকে শুক্রবার সকাল থেকে চাঁদপুরে থেমে থেমে আবার কখনো মুষলধারে বৃষ্টি হচ্ছে। যার কারণে স্বাভাবিক জীবনযাত্রা অনেকটা ব্যাহত হচ্ছে। সড়কগুলোতে যানবাহন চলাচল নেই বললে চলে।


আরো সংবাদ



premium cement

সকল