২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

কমলাপুর স্টেডিয়াম সংলগ্ন ৮টি অবৈধ বাস কাউন্টার উচ্ছেদ

-

রাজধানীর কমলাপুর স্টেডিয়াম সংলগ্ন ২৪২ শতক জায়গা অবৈধ দখলমুক্ত করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। গতকাল ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে জায়গাটি দখলমুক্ত করেন। দীর্ঘ দিন থেকে জায়গাটি দখল করে এনা পরিবহন, স্টার লাইন, রয়েল পরিবহন, লাল সবুজ পরিবহন, ড্রিম লাইন, হিমাচল পরিবহনের কাউন্টারসহ মোট আটটি বাস কাউন্টার, একটি রিকশা গ্যারেজ এবং বেশ কিছু টং দোকান গড়ে তোলা হয়েছিল। অভিযানকালে এসব বাস কাউন্টারসহ সব অবৈধ স্থাপনা বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেয়া হয় এবং পুরো জায়গা অবৈধ দখলমুক্ত করা হয়।
জানা যায়, ডিএসসিসির ৭ নং ওয়ার্ডের ব্রাহ্মণচিরণ মৌজার সি এস ১৩০ ও ১৩১ দাগে কমলাপুর স্টেডিয়ামের পাশের ২৪২ শতাংশ জমি পূর্ত মন্ত্রণালয় হতে দক্ষিণ সিটি করপোরেশনকে হস্তান্তর করা হয়। কিন্তু দীর্ঘ দিন থেকে জমিটি দখল করে রাখা হয়। গত ৩০ সেপ্টেম্বর সাপ্তাহিক নিয়মিত পরিদর্শনের অংশ হিসেবে মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস জায়গাটি পরিদর্শনে যান। এ সময় তিনি দ্রুততার সাথে জায়গাটি অবৈধ দখলমুক্ত করার নির্দেশনা দেন।
উচ্ছেদ অভিযানের নেতৃত্ব দেয়া করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইরফান উদ্দিন আহমেদ অভিযানকালে বলেন, অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে, এমন ঘোষণার ফলে অনেকেই আমাদের উচ্ছেদ কার্যক্রম শুরুর আগেই তাদের স্থাপনা গুটিয়ে নেন ও মালপত্র সরিয়ে নেন। এরপরও আটটি বাস কাউন্টার ও একটি রিকশা গ্যারেজসহ বাদবাকি অন্যান্য অবৈধ স্থাপনা উচ্ছেদ করে আমরা জমিটি অবৈধ দখলমুক্ত করেছি।
ডিএসসিসির প্রধান সম্পত্তি কর্মকর্তা রাসেল সাবরিন উচ্ছেদ অভিযান প্রসঙ্গে বলেন, ডিএসসিসি মেয়র এই জায়গা পরিদর্শনে এসেছিলেন। তিনি সে সময় এই জায়গা হতে অবৈধ দখল উচ্ছেদের নির্দেশনা দেন। নির্দেশনার আলোকে অবৈধ দখল উচ্ছেদ করা হয়েছে।॥

 


আরো সংবাদ



premium cement
চতুর্থ দফা ‘হিট অ্যালার্ট’ জারি : এবারের তাপদাহ শেষেই বৃষ্টিপাতের আশা ফরিদপুরে বৃষ্টির জন্য নামাজে হাজারো মুসুল্লির কান্না পোরশার নোচনাহারে ৩টি দোকান পুড়ে গেছে খুলনা বিভাগ ও ৬ জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে তীব্র তাপপ্রবাহ ‘১ টাকার কাজ ১০০ টাকায়, ৯৯ যায় মুজিব কোটে’ রাত পোহাতেই রুদ্ধদ্বার অনুশীলন শুরু বাংলাদেশের সাটুরিয়ায় প্রশান্তির বৃষ্টি চেয়ে সালাতুল ইসতিসকা আদায় ইরান নিয়ে মার্কিন হুঁশিয়ারি পাকিস্তানকে গাজায় গণকবরের বিষয়ে ইসরাইলের কাছে ‘জবাব’ চেয়েছে হোয়াইট হাউস দ্বি-রাষ্ট্র সমাধান বাস্তবায়ন করা হলে হামাস অস্ত্র ছাড়তে রাজি শনিবার থেকে শুরু গুচ্ছ ভর্তি পরীক্ষা, প্রস্তত জবি

সকল