২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১, ১৩ শাওয়াল ১৪৪৫
`

চট্টগ্রামে মা-ছেলে খুনের মামলার প্রধান আসামি গ্রেফতার

-

চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানাধীন রমজান আলী সেরেস্তাদারের বাড়ি এলাকায় মা-ছেলে খুনের মামলার একমাত্র আসামি মোহাম্মদ ফারুককে গ্রেফতার করেছে র্যাব। গতকাল বৃহস্পতিবার ভোরে নগরীর আকবর শাহ থানার পাক্কার মাথা এলাকা থেকে তাকে গ্রেফতার করে দুই রাউন্ড গুলি এবং একটি ছুরিসহ একটি বিদেশী পিস্তল । গ্রেফতারকৃত মোহাম্মদ ফারুক (৩৩) নগরীর বহদ্দারহাট খাজা রোড কসাইপাড়ার মোহাম্মদ সিরাজের সন্তান।
গত ২৪ আগস্ট নগরীর চান্দগাঁও থানাধীন পাঠানিয়া গোদা এলাকায় ধারালো অস্ত্র দিয়ে নৃশংসভাবে হত্যার স্বীকার হয় গুলনাহার বেগম (৩৩) ও তার ৯ বছরের শিশু পুত্র রিফাত। ওই দিন সন্ধ্যায় গুলনাহারের মেয়ে পোশাক শ্রমিক ময়ূরী আক্তার (১৯) গার্মেন্ট থেকে এসে বাথরুমে মায়ের এবং রান্না ঘরে ভাইয়ের মৃতদেহ পড়ে থাকতে দেখেন। এ ঘটনায় ময়ূরী আক্তার বাদি হয়ে চান্দগাঁও থানায় আসামি মো: ফারুককে একমাত্র আসামি করে মামলা দায়ের করেন।
র্যাব-৭ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার (মিডিয়া) মাহমুদুল হাসান মামুন নয়া দিগন্তকে বলেন, এ হত্যাকাণ্ডের পর থেকেই ঘটনার রহস্য উদঘাটন ও আসামি গ্রেফতারে র্যাব ছায়াতদন্ত শুরু করে। গতকাল বৃহস্পতিবার খুনে অভিযুক্ত ফারুককে গ্রেফতার করতে সক্ষম হয়। এ সময় তার কাছ থেকে একটি বিদেশী পিস্তল, দুই রাউন্ড গুলি এবং একটি ছুরি উদ্ধার করে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব দাবি করেছেন, গ্রেফতার ফারুককে ব্যাপক জিজ্ঞাসাবাদে সে জোড়া খুনের কথা স্বীকার করে। সে বিভিন্ন বিষয়ে ঝগড়াঝাটি থেকে একপর্যায়ে ক্ষুব্ধ হয়ে সে তার পাতানো বোন গুলনাহারকে হত্যা করে। হত্যার বিষয়টি গুলনাহারের ৯ বছরের ছেলে রিফাত দেখে ফেলায় তাকেও নৃশংসভাবে হত্যা করে।


আরো সংবাদ



premium cement
জামালপুরে হিট স্ট্রোকে মরিচ ব্যবসায়ীর মৃত্যু প্রধানমন্ত্রী ৬ দিনের সফরে বুধবার থাইল্যান্ড যাচ্ছেন রায়গঞ্জে পাটভর্তি ট্রাকে আগুন জামালপুরে চতুর্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ চেষ্টা ৪৬তম বিসিএস প্রিলি পরীক্ষার আসন বিন্যাস প্রকাশ ছোট দেশ কাতার অর্থনীতি ও কূটনীতিতে যেভাবে এত এগোল আশুলিয়ায় ছিনতাইকারীর হামলায় আহত নারীর মৃত্যু ‘মুসলিমদের সম্পদ পুনর্বণ্টন’ অভিযোগ মোদির, এফআইআর সিপিএমের প্রথম ধাপের উপজেলা ভোটে ২৬ প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী বিখ্যাত চালকবিহীনবিমানের আবিষ্কারক কটিয়াদীতে আসছেন গাজার গণকবরের ‘বিশ্বাসযোগ্য ও স্বাধীন’ তদন্তের আহ্বান জাতিসঙ্ঘের

সকল