১৯ মার্চ ২০২৪, ০৫ চৈত্র ১৪২৯, ০৮ রমজান ১৪৪৫
`

হৃদরোগীদের জন্য ফ্রি চিকিৎসা পরামর্শ

-

বিশ্ব হার্ট দিবস উপলক্ষে গতকাল ২৯ সেপ্টেম্বর সাওল হার্ট সেন্টার (বিডি) লিমিটেডের ঢাকা ও চট্টগ্রাম শাখায় একসাথে শুরু হয়েছে হৃদরোগীদের জন্য দু’দিনব্যাপী ফ্রি চিকিৎসা পরামর্শ কার্যক্রম। প্রতিদিনই সকাল ৮টায় শুরু হয়ে রাত ৮টা পর্যন্ত এ কার্যক্রম চলবে। কার্যক্রমের আওতায় উপস্থিত হৃদরোগীরা ‘হৃদরোগ প্রতিরোধ ও প্রতিকার এবং ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ’ সহ বিভিন্ন বিষয়ে বিনামূল্যে সাওলের বিশেষজ্ঞ চিকিৎসকগণের আধুনিক বিজ্ঞানসম্মত চিকিৎসা পরামর্শ পাবেন। গত বছরগুলোতেও সাওল হার্ট সেন্টার দেশব্যাপী এরূপ কার্যক্রম পরিচালনা করেছে। আশা করা যাচ্ছে ঢাকা ও চট্টগ্রাম শাখা মিলে আনুমানিক ৭০০ জন হৃদরোগী এই ফ্রি চিকিৎসা পরামর্শ কার্যক্রমে অংশ নেবেন।
সাওল জনস্বার্থে বছরজুড়ে সারা দেশব্যাপী ফ্রি হার্ট সেমিনার ও ক্যাম্প পরিচালনা করে আসছে। এ ছাড়াও প্রতি শনিবার ‘সাওল অডিটোরিয়াম’-এ নিয়মিত সাপ্তাহিক ফ্রি হার্ট সেমিনার অনুষ্ঠিত হয়। বিজ্ঞপ্তি।


আরো সংবাদ



premium cement