২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫
`

মহামারীর মধ্যে শিক্ষাক্ষেত্রকে সহায়তা করছে ক্যাসিও

-

চলমান মহামারীর কারণে দেশের শিক্ষাব্যবস্থা বিভিন্ন ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। দেশের এমন পরিস্থিতিতে গ্রাহকদের জনপ্রিয় ও বিশ্বের অন্যতম ইলেকট্রনিক্স প্রস্তুতকারক প্রতিষ্ঠান ক্যাসিও ২০ লাখেরও অধিক শিক্ষার্থীকে শিক্ষাদানের ক্ষেত্রে ই-লার্নিং-এর ব্যবস্থা করেছে।
বৃহৎ এই কর্মসূচির মাধ্যমে ক্যাসিও জেএসসি, এসএসসি ও এইচএসসি পর্যায়ের শিক্ষার্থীদের সহায়তা প্রদান এবং দেশের শিক্ষাব্যবস্থাকে আরো সহজ ও সহজলভ্য করে তুলতে শিক্ষকদের প্রশিক্ষণ, শিক্ষার্থী কর্মশালা এবং শিক্ষাব্যবস্থাকে বিভিন্ন ধরনের কাস্টমাইজড সহায়তা প্রদান করেছে।
শুরুতেই ক্যাসিও ২০২০ সালের ডিসেম্বর পর্যন্ত গণিত শিখতে ও শেখানোর জন্য তাদের শিক্ষামূলক সফটওয়্যারটিতে বিনামূল্যে প্রবেশাধিকারের ব্যবস্থা করেছে। সফটওয়্যারটি https:// edu.casio.com/softwarelicense/index.php এই লিংক থেকে ডাউনলোড করা যাবে।
এ ছাড়াও ব্যাকবোন লিমিটেডের সহযোগিতায় ক্যাসিও এ বছরের জুন মাস থেকে ক্যাসিও এসএসসির সম্পূর্ণ সিলেবাস কভার করার জন্য সরাসরি গণিত ক্লাস শুরু করেছে। ক্লাসগুলো তাদের অফিসিয়াল ফেসবুক পেইজে পাওয়া যাবে। বিজ্ঞপ্তি।


আরো সংবাদ



premium cement