২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫
`

স্কোপাসে ১০০০ গবেষণা প্রবন্ধ প্রকাশে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের মাইলফলক

-

গবেষণা প্রবন্ধ প্রকাশের বিশ্বখ্যাত প্রতিষ্ঠান স্কোপাসে ১০০০ প্রবন্ধ প্রকাশের মাইলফলক স্পর্শ করেছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। স্কোপাসে গবেষণা প্রবন্ধ প্রকাশের সংখ্যার দিক থেকে বাংলাদেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ড্যাফোডিলের অবস্থান তৃতীয়। আর বাংলাদেশের ১৪৪টি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের অবস্থান ১৫তম। গত ২৬ সেপ্টেম্বর স্কোপাসের ওয়েবসাইটে এসব তথ্য প্রকাশিত হয়েছে।
স্কোপাসের ওয়েবসাইটে বলা হয়েছে, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশের একটি শীর্ষস্থানীয় বেসরকারি বিশ্ববিদ্যালয়। ২০১৯ সালে স্কোপাস ইনডেস্ক তালিকায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ৩৪১টি গবেষণা প্রবন্ধ স্থান পায়। একই সময়ে ব্র্যাক ইউনিভার্সিটির ছিল ৩০৬টি এবং নর্থসাউথ ইউনিভার্সিটির ছিল ২৫৪টি। স্কোপাসের তথ্যানুসারে, গত বছর বাংলাদেশের সব বিশ্ববিদ্যালয়ের মধ্যে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের অবস্থান চতুর্থ।
স্কোপাস হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় পিআর রিভিউ ও বৈজ্ঞানিক গবেষণা প্রবন্ধ প্রকাশ, বই প্রকাশ ও কনফারেন্স আয়োজক প্রতিষ্ঠান। সারা বিশ্বের তিন হাজার শিক্ষাপ্রতিষ্ঠান, সরকারি প্রতিষ্ঠান ও করপোরেট প্রতিষ্ঠান তাদের গবেষণাকাজ সম্পাদন ও প্রকাশের প্রয়োজনে স্কোপাসকে ব্যবহার করে থাকে। বিজ্ঞপ্তি।


আরো সংবাদ



premium cement