১৭ এপ্রিল ২০২৪, ০৪ বৈশাখ ১৪৩১, ০৭ শাওয়াল ১৪৪৫
`
জেলা পুলিশের ১৪৮৭ জনকে বদলি

কক্সবাজারের ৮ থানায় নতুন ওসির যোগদান

-

গণবদলির পর এবার কক্সবাজার জেলার ৮ থানায় ওসি পদে ৮ পরিদর্শককে পদায়ন করা হয়েছে। নতুন পুলিশ সুপার মো: হাসানুজ্জামান গত শুক্রবার রাতে তাদের নিয়োগ দিয়ে অফিস আদেশ জারি করেন। গত শুক্রবার পুলিশের সিনিয়র পরিদর্শক মর্যাদার এ ৮ কর্মকর্তা জেলা পুলিশে যোগদান করেন। গতকাল শনিবার দুপুরে তারা নিজ নিজ থানায় যোগদান করেন।

তারা হলেনÑ কক্সবাজার সদর মডেল থানায় শেখ মুনিরুল গিয়াস, টেকনাফ মডেল থানায় মোহাম্মদ হাফিজুর রহমান, উখিয়া থানায় আহম্মদ মঞ্জুর মোরশেদ, মহেশখালী থানায় মো: আবদুল হাই, চকরিয়া থানায় শাকের মোহাম্মদ জুবায়ের, রামু থানায় কে এম আমিরুজ্জামান, পেকুয়া থানায় মো: সাইফুর রহমান মজুমদার ও কুতুবদিয়া থানায় মো: জালাল উদ্দিন।

পুলিশ সুপার মোহাম্মদ হাসানুজ্জামান জানান, কক্সবাজারের কনস্টেবল থেকে পুলিশ সুপার পর্যন্ত জেলা পুলিশের সব জনবল বদলি করা হয়েছে। বদলি হওয়া মোট জনবলের সংখ্যা এক হাজার ৪৮৭ জন। সমপরিমাণ জনবলও কক্সবাজার জেলা পুলিশে বদলি করা হয়েছে। তাদের বেশি ভাগই ইতোমধ্যে জেলা পুলিশে যোগদান করেছেন। ৮ থানার পর পর্যায়ক্রমে জেলা পুলিশের গুরুত্বপূর্ণ পদগুলোতে জেলায় বদলি হয়ে আসা কর্মকর্তাদের   পদায়ন করা হবে।  গত ৩১ জুলাই টেকনাফের মেরিন ড্রাইভ রোডে পুলিশ চেকপোস্ট এ পুলিশের গুলিতে মেজর (অব:) সিনহা মো: রাশেদ খান নিহতের ঘটনার পুলিশের ভাবমর্যাদা উদ্ধারের অংশ হিসেবে পুলিশের এ রদবদল বলে মনে করা হচ্ছে।

 


আরো সংবাদ



premium cement