২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

১ অক্টোবর থেকে বিটিভিতে প্রতিদিন সিসিমপুর

-

শিশুদের প্রিয় টেলিভিশন অনুষ্ঠান সিসিমপুর আসছে ১ অক্টোবর থেকে সপ্তাহের সাতদিনই দেখা যাবে বাংলাদেশ টেলিভিশনে। শুক্র এবং শনিবার সকাল ১০টা ১০ মিনিটে এবং রোববার থেকে বৃহস্পতিবার প্রতিদিন বিকেল ৫টা ১০ মিনিটে প্রচারিত হবে শিশুদের জনপ্রিয় এই অনুষ্ঠান।
অনুষ্ঠান কর্তৃপক্ষ বলছে, প্রতিদিনই থাকবে সিসিমপুরের নতুন নতুন পর্ব, যা আগে শুধু একটি পর্ব সপ্তাহে চারদিন দেখানো হতো। ১৫ বছর আগে সিসিমপুরের প্রতিষ্ঠাকালীন সময় থেকে বিটিভিতে প্রচারিত হয়ে আসছে সিসিমপুর। বিটিভির মাধ্যমে দেশের সব শিশু সিসিমপুর দেখার সুযোগ পায়।
এ প্রসঙ্গে সিসিমপুরের নির্বাহী পরিচালক মোহাম্মদ শাহ আলম বলেন, সিসিমপুর প্রাক-প্রাথমিক পর্যায়ের শিশুদের শিক্ষা ও বিকাশে একটি অনন্য উদ্যোগ-যার প্রতিটি অংশ গবেষণালব্ধ এবং শিশুদের মনস্তাত্ত্বিক দিককে মাথায় রেখে নির্মিত। প্রত্যন্ত অঞ্চলের শিশুসহ দেশের সব শিশু যাতে প্রতিদিন সিসিমপুর দেখার সুযোগ পায় সে লক্ষ্যে এই উদ্যোগ নেয়া হয়েছে।
মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়, বাংলাদেশ টেলিভিশন এবং সিসিমপুরের নির্মাতা প্রতিষ্ঠান সিসেমি ওয়ার্কশপের যৌথ এই সিদ্ধান্ত কার্যকর হতে যাচ্ছে আগামী ১ অক্টোবর।


আরো সংবাদ



premium cement