২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

সেন্টমার্টিন সমুদ্র উপকূলে ৫ লাখ ইয়াবাসহ ৭ পাচারকারী আটক

-

কক্সবাজারের সেন্টমার্টিন সমুদ্র উপকূলে অভিযান চালিয়ে বড় ধরনের ইয়াবার একটি চালান জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। মিয়ানমার উপকূল থেকে বাংলাদেশের সমুদ্র সীমানায় প্রবেশ করে উপকূলে পাচার করার সময় ৫ লাখ ইয়াবাসহ একটি ফিশিং বোট জব্দ করা হয়েছে। এ সময় এসব ইয়াবা পাচারকারী এক রোহিঙ্গা এবং ৬ বাংলাদেশীকে আটক করা হয়।
গতকাল রোববার বেলা ২টায় কোস্ট গার্ড টেকনাফ স্টেশন কমান্ডারের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে এই তথ্য জানানো হয়।
ব্রিফিংয়ে লে. কমান্ডার আমিরুল হক জানান রোববার ভোররাতে কোস্ট গার্ডের সদস্যরা গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে ইয়াবার একটি বড় চালান মিয়ানমার থেকে বঙ্গোপসাগর দিয়ে বাংলাদেশে আসতে পারে। এমন সংবাদের ভিত্তিতে টেকনাফ স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার আমিরুল ইসলামের নেতৃত্বে সেন্টমার্টিনের বঙ্গোপসাগরে কোস্ট গার্ড সদস্যের একটি দল অবস্থান নেয়। কিছুক্ষণ অবস্থানের পর কোস্টগার্ড সদস্যরা একটি কাঠের ট্রলার আসতে দেখলে থামানোর সঙ্কেত দেন। ইয়াবা পাচারকারীরা সঙ্কেত না মেনে পালিয়ে যাওয়ার সময় কোস্টগার্ডের সদস্যরা ধাওয়া করে ট্রলারসহ সাতজন পাচারকারীকে আটক করে। এরপর কাঠের ট্রলারটি তল্লাশি করে ৫ লাখ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।
লেফটেন্যান্ট কমান্ডার আমিরুল ইসলাম আরো জানান, মাদক পাচার রোধে প্রতিনিয়ত নাফ নদী ও বঙ্গোপসাগরে কোস্টগার্ডের টহল জোরদার করা হয়েছে। সে অনুযায়ী রোববার ভোরে সেন্টমার্টিন বঙ্গোপসাগর থেকে ৫ লাখ ইয়াবাসহ ৭ মাদক পাচারকারীকে আটক করে এবং মাদক আইনের মামলা রুজু করে আটককৃতদের টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে। আটকদের মধ্যে উখিয়া উপজেলার বালুখালী শরণার্থী ক্যাম্পের বাসিন্দা একজন রোহিঙ্গা এবং বাকি ছয় জনের বাড়ি টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নে।

 


আরো সংবাদ



premium cement
জিম্বাবুয়ে সিরিজের শুরুতে না থাকার কারণ জানালেন সাকিব ঝালকাঠিতে গ্রাম আদালত কার্যক্রম পরিদর্শনে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দল চুয়াডাঙ্গায় বাতাসে আগুনের হল্কা : গলে যাচ্ছে সড়কের পিচ বৃষ্টির নামাজ আদায়ের নিয়ম আজও স্বর্ণের দাম ভরিতে ৬৩০ টাকা কমেছে শিক্ষাপ্রতিষ্ঠান ২৮ এপ্রিল খুলে দেয়ার প্রস্তুতি, ক্লাস চলবে শনিবারও মিরসরাইয়ে জুস খাইয়ে অজ্ঞান করে লুট, মূল হোতা গ্রেফতার বৃষ্টি কামনায় ঈশ্বরগঞ্জে জামায়াতে ইসলামীর ইসতিসকার নামাজ আদায় কুবিতে আল্টিমেটামের পর ভিসির কার্যালয়ে তালা ঝুলাল শিক্ষক সমিতি সাজেকে সড়ক দুর্ঘটনায় ৫ শ্রমিক নিহতের খবরে ঈশ্বরগঞ্জে শোক দুর্যোগে এশিয়ায় সবচেয়ে বেশি মৃত্যু কেন বাংলাদেশে?

সকল