২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

জাতীয় শোক দিবসে আইআইইউসির আলোচনা সভা

-

আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) ভাইস চ্যান্সেলর প্রফেসর কে এম গোলাম মহিউদ্দিন বলেছেন, বঙ্গবন্ধুর মতো জাতীয়তাবাদী নেতা সারা বিশ্বে একজনও খুঁজে পাওয়া যাবে না। তিনি জাতিসঙ্ঘে বাংলায় বক্তৃতা করে মাতৃভাষার মর্যাদাকে সমুজ্জ্বল রেখেছিলেন। দুর্নীতিমুক্ত দেশ গঠনে বঙ্গবন্ধুর সাহসী ভূমিকা ছিল। দুর্নীতির ব্যাপারে তিনি নিজের দলের লোককেও ছাড় দেননি। বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে গতকাল শনিবার সকালে আইআইইউসি আয়োজিত এক ভার্চুয়াল আলোচনা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর কে এম গোলাম মহিউদ্দিন এ কথা বলেন। আইআইইউসির প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আলী আজাদীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ আয়োজনে নির্ধারিত আলোচক হিসেবে বক্তব্য রাখেনÑ আইআইইউসির ট্রেজারার প্রফেসর ড. আবদুল হামিদ চৌধুরী, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন প্রফেসর ড. মো: দেলাওয়ার হোসেন এবং স্বাগত বক্তব্য রাখেনÑ আইআইইউসির রেজিস্ট্রার কর্নেল মোহাম্মদ কাশেম পিএসসি (অব:)। ভার্চুয়াল আলোচনা ও দোয়া অনুষ্ঠান হোস্টিং করেন স্টুডেন্ট অ্যাফেয়ার্স ডিভিশনের ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ মামুনুর রশীদ। সভাপতির বক্তব্যে আইআইইউসির প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আলী আজাদী বলেন, বঙ্গবন্ধু কাপুরুষ ছিলেন না, তিনি বীর ছিলেন, দূরদর্শী ছিলেন। তাকে দেশ গড়ার সময় দেয়নি ঘাতকরা। প্রফেসর ড. মোহাম্মদ আলী আজাদী বর্তমান ক্রান্তিকালে ঐক্যবদ্ধভাবে শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান। আলোচনা সভা শেষে বঙ্গবন্ধুর রূহের মাগফিরাত কামনা করে মুনাজাত পরিচালনা করেন ড. শফিকুর রহমান। সকাল থেকে অন্যান্য কর্মসূচির মধ্যে ছিল ফজর ও জোহর নামাজ শেষে আইআইইউসি কেন্দ্রীয় মসজিদে শহীদ স্মরণে বিশেষ দোয়া, জাতীয় পতাকা অর্ধনমিত উত্তোলন। জোহর নামাজ শেষে আইআইইউসি কেন্দ্রীয় মসজিদে শহীদ স্মরণে বিশেষ দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন মসজিদের ইমাম মাওলানা আবু বকর। এ সময় আইআইইউসির সিন্ডিকেট সদস্য প্রফেসর ড. নাজমুল হক নাদভী, প্রক্টোরিয়াল বডির সদস্য, বিভিন্ন ডিভিশনের পরিচালক, শিক্ষক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন। চট্টগ্রাম ব্যুরো


আরো সংবাদ



premium cement
থামছে না পুঁজিবাজারে পতন বিনিয়োগকারীদের আর্তনাদ ভারতের লোকসভা নির্বাচনে ভোট শুরু: নাগাল্যান্ডে ভোটার উপস্থিতি প্রায় শূন্য কারাগার এখন বিএনপি নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী আন্দোলনে ব্যর্থ বিএনপির হাল ধরার কেউ নেই : ওবায়দুল কাদের পাবনায় ভারতীয় চিনি বোঝাই ১২টি ট্রাকসহ ২৩ জন আটক স্বচ্ছতার সাথে সরকারি অনুদানের চলচ্চিত্র বাছাই হবে: তথ্য প্রতিমন্ত্রী মিয়ানমার বিজিপির আরো ১৩ সদস্য পালিয়ে এলো বাংলাদেশে শ্যালকের অপকর্মে দুঃখ প্রকাশ করলেন প্রতিমন্ত্রী পলক মন্দিরে অগ্নিসংযোগের অভিযোগ তুলে ২ ভাইকে হত্যা ইরানে ইসরাইলি হামলার খবরে বাড়ল তেল সোনার দাম যতই বাধা আসুক ইকামাতে দ্বীনের কাজ চালিয়ে যাবো : ডা: শফিকুর রহমান

সকল