২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫
`

উত্তরা বিশ্ববিদ্যালয়ে জাতীয় শোক দিবস উপলক্ষে ভার্চুয়াল আলোচনা অনুষ্ঠিত

-

হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বাংলাদেশের স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকী এবং জাতীয় শোক দিবস ২০২০ পালন উপলক্ষে উত্তরা বিশ্ববিদ্যালয়ে গতকাল শনিবার বেলা সাড়ে ৩টায় এক বিশেষ ভার্চুয়াল আলোচনা অনুষ্ঠিত হয়েছে। ‘বিষাদের শব্দমালায় পিতা স্মরণ’ শীর্ষক এই অনুষ্ঠানটি উত্তরা বিশ্ববিদ্যালয়ের ফেসবুক পেজে সরাসরি সম্প্রচারিত হয়েছে। বঙ্গবন্ধুকে নিয়ে কবিতা আবৃতি, বঙ্গবন্ধুকে নিয়ে গান ও আলোচনার মধ্য দিয়ে অনুষ্ঠানে বঙ্গবন্ধুকে স্মরণ করা হয় এবং তার রূহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সার্বিক তত্ত্বাবধানে ওই অনুষ্ঠানটি সম্পন্ন হয়েছে। জাতীয় শোক দিবস-২০২০-এর আলোচনা অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্য দেন উত্তরা বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. এম আজিজুর রাহমান বলেন, শোক দিবসের আলোচনায় আরো অংশগ্রহণ করেন উত্তরা বিশ্ববিদ্যালয়ের প্রোভিসি প্রফেসর ড. ইয়াসমীন আরা লেখা, কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ বেগম এবং বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কাজী মহিউদ্দীন। অনুষ্ঠানে বঙ্গবন্ধুর ওপরে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলা বিভাগের সিনিয়র লেকচারার সামজীর আহমেদ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাংলা বিভাগের সভাপতি অধ্যাপক ড. সায়েদা বানু। বিজ্ঞপ্তি

 


আরো সংবাদ



premium cement