২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

কাল থেকে শারীরিক উপস্থিতিতে হাইকোর্টে বিচারকার্যক্রম

-

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে আগামীকাল বুধবার থেকে শারীরিক উপস্থিতির মাধ্যমে ১৮টি বেঞ্চে বিচার কাজ শুরু করার বিজ্ঞপ্তি জারি করেছে সুপ্রিম কোর্ট প্রশাসন। তবে করোনা বিবেচনায় শারীরিক উপস্থিতির পাশাপাশি ভার্চুয়াল পদ্ধতিতেও হাইকোর্টের ৩৫টি বেঞ্চে বিচারকার্যক্রম চলবে বলেও ঘোষণা করা হয়েছে।
গতকাল সোমবার সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের ডেপুটি রেজিস্ট্রার (প্রশাসন ও বিচার) মোহাম্মদ আক্তারুজ্জামান ভূঁইয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী বুধবার (১২ আগস্ট) থেকে শারীরিক উপস্থিতির মাধ্যমে হাইকোর্টে বিচারকার্যক্রম পরিচালনার জন্য ১৮টি বেঞ্চ গঠন করে দিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।
এই ১৮টি বেঞ্চে বিচারকার্য পরিচালনা করবেন- বিচারপতি এ কে এম আসাদুজ্জামান এবং বিচারপতি কাজী মো: ইজারুল হক আকন্দ, বিচারপতি মো: আতাউর রহমান খান, বিচারপতি শেখ আবদুল আউয়াল, বিচারপতি এস এম এমদাদুল হক এবং বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী, বিচারপতি এ কে এম আবদুল হাকিম এবং বিচারপতি ফাতেমা নজীব, বিচারপতি বোরহান উদ্দীন এবং বিচারপতি সরদার মো: রাশেদ জাহাঙ্গীর, বিচারপতি ওবায়দুল হাসান এবং বিচারপতি এ কে এম জহিরুল হক, বিচারপতি এম ইনায়েতুর রহিম এবং বিচারপতি মো: মোস্তাফিজুর রহমান, বিচারপতি কৃষ্ণা দেবনাথ এবং বিচারপতি এ এস এম আব্দুল মোবিন, বিচারপতি শেখ মো: জাকির হোসেন এবং বিচারপতি কে এম জাহিদ সারওয়ার, বিচারপতি মো: হাবিবুল গনি এবং বিচারপতি মো: রিয়াজ উদ্দিন খান, বিচারপতি শেখ হাসান আরিফ এবং বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামান, বিচারপতি জেবিএম হাসান এবং বিচারপতি মো: খায়রুল আলম, বিচারপতি মো: রুহুল কুদ্দুস এবং বিচারপতি কাজী ইবাদত হোসেন, বিচারপতি মো: খসরুজ্জামান এবং বিচারপতি মো: মাহমুদ হাসান তালুকদার, বিচারপতি মো: খুরশীদ আলম সরকার, বিচারপতি জাফর আহমেদ ও বিচারপতি খিজির আহমেদ চৌধুরী।

নিজস্ব প্রতিবেদক


আরো সংবাদ



premium cement