২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫
`

বায়তুশ শরফ আনজুমনে ইত্তেহাদের সাধারণ সভা অনুষ্ঠিত

-

বায়তুশ শরফ আনজুমনে ইত্তেহাদ বাংলাদেশের দ্বিবার্ষিক সাধারণ পরিষদ সভা গতকাল সকালে বায়তুশ শরফ কেন্দ্রীয় জামে মসজিদে সংগঠনের সহসভাপতি ও ইসলামী আরবি বিশ^বিদ্যালয়ের ভাইস চ্যাঞ্জেলর প্রফেসর ড. আহসান উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে বায়তুশ শরফের পীর আল্লামা মুহাম্মদ আবদুল হাই নদভীর উদ্বোধনী বক্তব্য দেন ও মাসিক দ্বীন-দুনিয়ার সম্পাদক আলহাজ মুহাম্মদ জাফর উল্লাহর সঞ্চালনা করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাতকানিয়া-লোহাগাড়া থেকে নির্বাচিত জাতীয় সংসদ সদস্য প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নিজাম উদ্দিন নদভী। অনুষ্ঠানে আসন গ্রহণ করেন বায়তুশ শরফের পীর আল্লামা মুহাম্মদ আবদুল হাই নদভী। বিশেষ অতিথি ছিলেন সমাজ সেবা অধিদফতর চট্টগ্রামের উপপরিচালক মুহাম্মদ শহিদুল ইসলাম। বিগত বছরের কার্যবিবরণী পাঠ করেন সহসভাপতি আলহাজ ইদ্রিস মিয়া। জরুরি সভার কার্যবিরণী পাঠ করেন অধ্যাপক জামাল উদ্দিন। শুভেচ্ছা বক্তব্য রাখেন মজলিসুল ওলামা বাংলাদেশের মহাসচিব মাওলানা মুহাম্মদ মামুনুর রশীদ নূরী। উপস্থিত ছিলেন বায়তুশ শরফ আদর্শ কামিল মাদরাসার অধ্যক্ষ প্রফেসর ড. মাওলানা সাইয়েদ মুহাম্মদ আবু নোমান, হজরত মাওলানা আবদুল জব্বারের (রহ.) কনিষ্ঠ জামাতা মারসা গ্রুপের চেয়ারম্যান আলহাজ মর্তুজা সিদ্দিকী, মরহুম পীর সাহেবের ছেলে মাওলানা সালাহ উদ্দিন বেলাল, আলহাজ নুরুল ইসলাম, মাওলানা আবুল হায়াত মো: তারেক, অধ্যাপক একরামুল হক আজাদ ও শাহজাদা আবদুল কাইয়ুম, হাফেজ মুহাম্মদ আমান উল্লাহ, সাইফুল আলম, নজরুল ইসলাম, এস এম সাজ্জাদ হোসাইন, মাওলানা আবুল কালাম আজাদ ও হাফেজ মফিজ উদ্দিন প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নিজাম উদ্দিন এমপি বলেন, বায়তুশ শরফের সাথে আমার আত্মার সম্পর্ক। কুরআনের উদ্ধৃতি দিয়ে বলেন, রসুল সা:-এর জীবন পর্যালোচনা করলে ইহসান ও তাজকিয়ার বর্ণনা পাওয়া যায়। বায়তুশ শরফের তিনজন রূহানি আধ্যাত্মিক সাধক হলেনÑ শাহসুফি মাওলানা মীর মোহাম্মদ আখতর (রহ:), শাহসুফি মাওলানা মোহাম্মদ আবদুল জব্বার (রহ:) ও শাহসুফি মাওলানা মোহাম্মদ কুতুব উদ্দিন (রহ:)।
বায়তুশ শরফের পীর আল্লামা আবদুল হাই নদভী বলেন, আনজুমনে ইত্তেহাদের কাজকে সারা দেশে ছড়িয়ে দিতে নিরলসভাবে কাজ করতে হবে। সমাজ সেবা, সমাজ সংস্কার, মানবতার সেবাই সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে।
সদস্যদের কণ্ঠভোটে ২০২০-২০২৩ সেশনের জন্য বায়তুশ শরফের পীর আল্লামা মুহাম্মদ আবদুল হাই নদভীকে সভাপতি এবং আলহাজ ইদ্রিস মিয়াকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। পীর ছাহেব আনজুমনে ইত্তেহাদের ২১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটিও গঠন করেন। বিজ্ঞপ্তি।

 


আরো সংবাদ



premium cement
ফরিদপুরে নিহতদের বাড়ি মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী টিকটকে ভিডিও দেখে পুরস্কার, প্রভাব ফেলছে মানসিক স্বাস্থ্যে পাট শিল্পের উন্নয়নে জুট কাউন্সিল গঠন করা হবে: পাটমন্ত্রী মৃত্যুর মুখ থেকে ফিরেও নেতাকর্মীরা আবার ঘুরে দাঁড়িয়েছে : সালাম নবায়নযোগ্য জ্বালানি ৪০ শতাংশে উন্নীত করতে কাজ করছে সরকার : পরিবেশ সচিব সৌরশক্তি খাতে আবার মাথা তুলে দাঁড়াতে চায় জার্মানি ‘সরকারের সদিচ্ছার অভাবেই বিচার প্রক্রিয়ার ধীর গতি’ মোদি কি হিন্দু-মুসলমান মেরুকরণের চেনা রাজনীতিতে ফিরছেন? টাঙ্গাইলে বৃষ্টির জন্য ইসতেসকার নামাজ ফুলগাজীতে ছাদ থেকে পড়ে স্কুলছাত্রের মৃত্যু দোয়ারাবাজারে শিশু হত্যা মামলার আসামিসহ গ্রেফতার ২

সকল