২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫
`

যেকোনো পরিস্থিতিতে বগুড়ায় ভোট গ্রহণ করা হবে : সিইসি

-

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা বলেছেন, যেকোনো পরিস্থিতিতে বগুড়া-১ আসনের উপনির্বাচনের ভোট গ্রহণ করা হবে। যুদ্ধ, ঝড়, ভূমিকম্প যা-ই হোক নির্বাচন করতে হবে। এটি সংবিধানের বিষয়। সংবিধানপরিপন্থী কোনো কিছু করা যাবে না। তাই নির্বাচনের তারিখ পেছানোর কোনো সম্ভাবনা বা সুযোগ নেই। উপনির্বাচনে যদি কেউ অংশ না নেয় তবে তা নির্বাচন কমিশনের দায় নয়। যেসব ভোটকেন্দ্র বন্যাকবলিত সেসব কেন্দ্রের ভোট বিকল্প কেন্দ্রে অনুষ্ঠিত হবে। তিনি গতকাল শনিবার বগুড়া জেলা প্রশাসকের সভাকক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন। মতবিনিময়ের আগে তিনি জেলা আইনশৃঙ্খলাবিষয়ক সভায় অংশ নেন।
মতবিনিময় সভায় প্রধান নির্বাচন কমিশনার আরো বলেন, বগুড়া-১ আসনে নির্বাচনের পরিবেশ ভালো আছে। ভোট গ্রহণের জন্য ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। প্রাকৃতিক দুর্যোগ বা যেকোনো কিছু হোক না কেন সংবিধানের বাইরে কিছু করার ইখতিয়ার নির্বাচন কমিশনের নেই। নির্বাচন কমিশন সংবিধান অনুযায়ী ভোট গ্রহণ করবে। মতবিনিময় সভা শেষে বগুড়া-১ (সারিয়াকান্দি- সোনাতলা) আসনে উপনির্বাচনে অংশ নেয়া প্রার্থীদের সাথেও মতবিনিময় করেন তিনি। এ সময় নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব:) শাহাদাত হোসেন চৌধুরী, নির্বাচন কমিশন সচিবালয়ের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ, রাজশাহী রেঞ্জের উপমহাপুলিশ পরিদর্শক এ কে এম হাফিজ আক্তার বিপিএম (বার), ডিজিএফআই’র জেনারেল স্টাফ কর্নেল নাজিম উদ্দিন, বগুড়ার জেলা প্রশাসক জিয়াউল হক, পুলিশ সুপার আলী আশরাফ ভূঞা বিপিএম (বার), অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সালাহ উদ্দিন, বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল এ কে এম আরিফুল ইসলাম পিএসসি, নির্বাচন কমিশন সচিবালয়ের যুগ্ম সচিব ফরহাদ আহাম্মদ খান, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ফরিদুল ইসলাম, সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মাহবুব আলম শাহসহ সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
কেশবপুর (যশোর) সংবাদদাতা জানান, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা বলেন, সাংবিধানিক বাধ্যবাধকতার কারণেই করেনাকালে উপনির্বাচন করতে হচ্ছে। তিনি বলেন, করোনা পরিস্থিতির মধ্যে জার্মানি, যুক্তরাষ্ট্রসহ পৃথিবীর বহু রাষ্ট্রে নির্বাচন হয়েছে। ফলে আমাদের দেশেও নির্বাচন হওয়াতে কোনো অসুবিধা নেই। বিপুল ভোটার নির্বাচনে উপস্থিত হবে বলে আমি আশা করি। তিনি নির্বাচনের সাথে জড়িতদের নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের নির্দেশ দেন। ১১ জুলাই সকালে কেশবপুর আবু সারাফ সাদেক অডিটোরিয়ামে সংসদীয় আসন ৯০ যশোর-৬ কেশবপুর আসনের উপনির্বাচন আগামী ১৪ জুলাই অনুষ্ঠিত উপলক্ষে এই শূন্য আসনের উপনির্বাচনে আইনশৃঙ্খলাবিষয়ক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
যশোরের জেলা প্রশাসক মো: তমিজুল ইসলামের সভাপতিত্বে এ সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেনÑ নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব:) শাহাদাত হোসেন, নির্বাচন কমিশন সচিবালয়ের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ, যুগ্ম সচিব ফরহাদ আহমেদ, খুলনার বিভাগীয় কমিশনার মুহাম্মদ আনোয়ার হোসেন, খুলনার ডিআইজি খন্দকার মহিদ উদ্দীন, নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও যশোরের জেলা জ্যেষ্ঠ নির্বাচন কর্মকর্তা হুমায়ুন কবির, যশোরের পুলিশ সুপার মোহাম্মদ আশরাফ হোসেন, কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহান প্রমুখ।


আরো সংবাদ



premium cement
ড. ইউনূসের ইউনেস্কো পুরস্কার নিয়ে যা বললেন তার আইনজীবী একনেকে ৮৪২৫ কোটি টাকার ১১ প্রকল্প অনুমোদন সান্তাহারে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে যুবক নিহত জলবায়ু সহনশীল মৎস্যচাষ প্রযুক্তি উদ্ভাবনে পদক্ষেপ নেয়া হবে : আব্দুর রহমান যুক্তরাষ্ট্রের সেতু ভাঙ্গার প্রভাব পড়বে বিশ্বজুড়ে! নাশকতার মামলায় চুয়াডাঙ্গা বিএনপি-জামায়াতের ৪৭ নেতাকর্মী কারাগারে হারল্যানের পণ্য কিনে লাখপতি হলেন ফাহিম-উর্বানা দম্পতি যাদের ফিতরা দেয়া যায় না ১৭ দিনের ছুটি পাচ্ছে জবি শিক্ষার্থীরা বেলাবতে অটোরিকশা উল্টে কাঠমিস্ত্রি নিহত রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমার সেনাবাহিনীর বিরুদ্ধে জাতিসঙ্ঘের প্রতিবেদন

সকল