২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

অ্যান্টিজেন ভিত্তিক করোনা পরীক্ষার পরামর্শ

-

অ্যান্টিজেন ভিত্তিক করোনা (কোভিড-১৯) পরীক্ষার অনুমতির জন্য ওষুধ প্রশাসনকে পরামর্শ দিয়েছে কোভিড-১৯ জাতীয় কারিগরি জাতীয় পরামর্শ কমিটি। প্রান্তিকপর্যায়ে দ্রুত করোনাভাইরাস (কোভিড-১৯) পরীক্ষা নিয়ে যাওয়ার জন্য পরামর্শক কিমিটি এ পরামর্শ দিয়েছে। এ কমিটির ১৪তম অনলাইন সভায় এ পরামর্শ দেয়া হয়। তবে অ্যান্টিবডি শনাক্তকরণ পরীক্ষার ক্ষেত্রে জাতীয় কারিগরি পরামর্শ কমিটির সিদ্ধান্তে বহাল থাকার পরামর্শ দেয়া হয় যাতে সেরোসার্ভিলেন্সের ক্ষেত্রে আইজিজি ও আইজিএম পৃথক করা যায় এমন অ্যান্টিবডি কিটের প্রয়োজন। সাম্প্রতিক সংক্রমণ ও পূর্বের সংক্রমণ পৃথক করা না গেলে সেরোসার্ভিলেন্স অসম্পূর্ণ থেকে যাবে বলে মনে করে পরামর্শক কমিটি। তবে সেরোসার্ভিলেন্স কার্যক্রম প্রাতিষ্ঠানিকভাবে করার পরামর্শ দিয়েছে। কোনো বেসরকারি প্রতিষ্ঠান এ কার্যক্রমে অংশগ্রহণ করতে পারবে না বলে মতামত দেয়া হয় ।
জাতীয় পরামর্শক কমিটি কোভিড-১৯ পরীক্ষার সংখ্যা ও মানোন্নয়নের জন্য পরীক্ষাগারের সংখ্যা বৃদ্ধির চেয়ে পরীক্ষাগারের সক্ষমতা বৃদ্ধি করা বেশি প্রয়োজন বলে মনে করে। অটো-এক্সট্র্যাকশন মেশিনের সহযোগিতায় পরীক্ষাগারে করোনা পরীক্ষার সংখ্যা বৃদ্ধি করা সম্ভব। বিভিন্নপর্যায় থেকে দক্ষ জনশক্তিকে করোনা পরীক্ষাগারে নিয়োগ দেয়ার জন্য সুপারিশ করা হয়। পরবর্তীতে কোনো স্থানে করোনা পরীক্ষার ক্ষেত্রে কোনো সমস্যার সৃষ্টি হয়ে থাকলে সেসব স্থানকে ম্যাপিংয়ের মাধ্যমে শনাক্ত করে সমস্যা সমাধানের পরামর্শ দেয়া হয়। পরীক্ষার জন্য নমুনা দেয়া থেকে পরীক্ষার ফলাফল পাওয়া পর্যন্ত সময় কমানো প্রয়োজন বলেও পরামর্শ দিয়েছে জাতীয় পরামর্শক কমিটি। করোনা পরীক্ষার তথ্য দেরিতে পৌঁছালে আইসোলেশন ও নিয়ন্ত্রণ যথাযথ হয় না। এ ক্ষেত্রে পরীক্ষার ফলাফল দ্রুত সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে প্রেরণের ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়।
এ ছাড়া আরটি পিসিআর পরীক্ষার কিট এক প্রতিষ্ঠান থেকে সরবরাহের পরিবর্তে কতিপয় প্রতিষ্ঠান থেকে সরবরাহের ব্যবস্থা করা প্রয়োজন বলে মনে করে কমিটি যাতে করে কিটের সঙ্কট সৃষ্টি না হয়। এ ছাড়াও একই ধরনের টেস্টিং কিটের পরিবর্তে অধিকতর উন্নত এবং সুলভ মূল্যের টেস্টিং কিট সংগ্রহের ব্যবস্থা করা প্রয়োজন বলে জাতীয় পরামর্শক কমিটি মনে করে।
বিভিন্ন হাসপাতালে করোনা আক্রান্ত ও করোনা আক্রান্ত নয় এমন প্রসূতি মায়েদের চিকিৎসার জন্য আলাদা ইউনিট গঠন বিষয়ে আলোচনা হয় ও অতি সত্বর ওই ব্যবস্থা গ্রহণের জন্য পরামর্শ দেয়া হয়। এ ছাড়াও কোভিড-১৯ আক্রান্ত প্রসূতি মায়েদের সেবার জন্য পিপিই সরবরাহ নিশ্চিত করার জন্য পরামর্শ দেয়া হয়। প্রবীণরা করোনা আক্রান্ত হচ্ছেন বেশি। তাদের জন্য সম্ভব হলে বাড়ি থেকে নমুনা সংগ্রহের ব্যবস্থা করার জন্য আহ্বান জানানো হয়।
বাংলাদেশে কোভিড-১৯ এর ভ্যাকসিন প্রস্তুতের বিষয়টিকে জাতীয় কারিগরি পরামর্শ কমিটি স্বাগত জানিয়েছে। ভ্যাকসিন আবিষ্কার সরকার, বিএমআরসি ও ওষুধ প্রশাসনের অনুমোদনক্রমে এবং ভ্যাকসিন প্রস্তুতিতে আন্তর্জাতিক নীতিমালা অনুসরণ করার পরামর্শ দেয়া হয়েছে।
কোরবানি ঈদকে সামনে রেখে জাতীয় পরামর্শক কমিটি করোনা পরিস্থিতি পর্যালোচনা করে। তারা বলছেন করোনা সংক্রমণ এখনো নিয়ন্ত্রণে আসেনি। এ অবস্থায় ঢাকাসহ বিভিন্ন এলাকায় অবাধ জীবন যাত্রায় উদ্বেগ প্রকাশ করা হয়। জাতীয় পরামর্শক কমিটি ঢাকা ও তার আশপাশের এলাকায় কঠোর নিয়ন্ত্রণ কার্যক্রমের পরামর্শ দেয় এবং ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর ও চট্টগ্রামে পশুর হাট না বাসনোর পরামর্শ দিয়েছে। এ ক্ষেত্রে ডিজিটাল পদ্ধতিতে পশু কেনাবেচার পরামর্শ দিয়েছে কমিটি।
এ ছাড়া কোরবানির পশুর হাট শহরের অভ্যন্তরে স্থাপন না করা এবং খোলা ময়দানে স্থাপন করা যেখানে সামাজিক দূরত্ব বজায় রাখা এবং সংক্রমণ প্রতিরোধে পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করা সম্ভব।


আরো সংবাদ



premium cement
মাটির নিচে পাওয়া গ্রেনেড মাইন মর্টার শেল নিষ্ক্রিয় করল সেনাবাহিনী অনির্দিষ্টকালের জন্য অনলাইন ক্লাসে যাচ্ছে জবি, বন্ধ থাকবে পরীক্ষা কুড়িগ্রামে রেলের ভাড়া বৃদ্ধির প্রতিবাদ ক্রিকেট খেলতে অস্ট্রেলিয়া যাচ্ছে দেওয়ানগঞ্জের প্রতিবন্ধী শিক্ষার্থী শিহাব কিশোরগঞ্জে বৃষ্টির জন্য বিশেষ নামাজ সাতক্ষীরা বৈদ্যুতিক খুটিতে ধাক্কা লেগে মোটরসাইকেলআরোহী নিহত বার্সেলোনাতেই থাকছেন জাভি চতুর্থ দফা ‘হিট অ্যালার্ট’ জারি : এবারের তাপদাহ শেষেই বৃষ্টিপাতের আশা ফরিদপুরে বৃষ্টির জন্য নামাজে হাজারো মুসুল্লির কান্না পোরশার নোচনাহারে আগুনে ৩টি দোকান পুড়ে গেছে খুলনা বিভাগ ও ৬ জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে তীব্র তাপপ্রবাহ

সকল