২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

ডেমরায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন

ডেমরায় বৃক্ষরোপণ কর্মসূচি : নয়া দিগন্ত -

মুজিববর্ষের আহ্বান, তিনটি করে গাছ লাগান এ স্লোগানকে সামনে রেখে ডেমরায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। লতিফ ভূঁইয়া বিশ্ববিদ্যালয় কলেজের সভাপতি ও ঢাকা-৫ আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী মো: আ: রাকিব ভূঁইয়ার (ভূঁইয়া বাবু) উদ্যোগে শুক্রবার সকালে ডেমরা থানা প্রাঙ্গণে এবং হাজীনগরস্থ নবমল্লিকা মডেল একাডেমির মাঠে এ কর্মসূচি পালন করা হয়। এ সময়ে বনজ, ফলদ, ওষুধিসহ নানা প্রজাতির প্রায় ৮০টি চারা গাছ রোপণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন ডেমরা থানা অফিসার ইনচার্জ মো: সিদ্দিকুর রহমান।
উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু প্রাথমিক শিক্ষা গবেষণা পরিষদের ঢাকা মহানগর সভাপতি এম এ সিদ্দিক মিয়াসহ থানার অন্যান্য সদস্য ও আওয়ামী লীগের নেতৃবৃন্দ। মো: আ: রাকিব ভূঁইয়া (ভূঁইয়া বাবু) বলেন, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এ পর্যন্ত যতগুলো নির্দেশনা এবং কর্মসূচি এসেছে সব কর্মসূচিই আমরা যথাযথ মর্যাদায় পালন করতে সক্ষম হয়েছি। প্রধানমন্ত্রীর নির্দেশনায় বর্তমানে আমরা ঢাকা-৫ আসনের বিভিন্ন এলাকায় বৃক্ষ রোপণ কর্মসূচি পালন করছি যা অব্যাহত থাকবে।


আরো সংবাদ



premium cement