২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

পল্লবীতে নির্মাণাধীন ভবনে নারীর হাত-পা বাঁধা লাশ

-

রাজধানীর পল্লবীতে নির্মাণাধীন একটি ভবন থেকে হাত-পা, মুখ বাঁধা অবস্থায় এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। তবে তার নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ। গতকাল দুপুরে পল্লবী ১২ নম্বর সেকশনের ই-ব্লকের নির্মাণাধীন ভবনের ছাদ থেকে লাশটি উদ্ধার করা হয়। পুলিশ বলছে, নিহতের বয়স আনুমানিক ৪০ বছর। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই নারীকে শ্বাসরোধে হত্যার পর লাশ ছাদে ফেলে গেছে দুর্বৃত্তরা। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। এ ছাড়া সিআইডির ক্রাইম সিন আলামত সংগ্রহ করেছে।
পল্লবী থানার ওসি নজরুল ইসলাম বলেন, হাত-পা-মুখ বাঁধা অবস্থায় ওই নারীর লাশ উদ্ধার করা হয়েছে। নাম-পরিচয় এখনো কিছু জানা যায়নি। ধারণা করা হচ্ছে, শ্বাস রোধ করে হত্যা করা হয়েছে। তবে কে বা কারা কখন হত্যার পর লাশ এখানে ফেলে গেছে তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনাস্থল থেকে সিআইডির ফরেনসিক টিম আলামত সংগ্রহ করছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তিনি বলেন, নিহতের পরিচয় নিশ্চিতের চেষ্টার পাশাপাশি থানায় একটি মামলা হবে। ঘটনায় জড়িতদের শনাক্তে ওই নির্মাণাধীন ভবনের আশপাশ এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। পুলিশ জানায়, নিহতের পা ও হাত পাটের রশি দিয়ে বাঁধা ছিল এবং মুখ একটি লাল ওড়না দিয়ে পেঁচানো ছিল। লাশের পাশেই নারীদের একটি পার্স পড়ে ছিল। ওই ব্যাগের ভেতরে থাকা পানির বোতলসহ বিভিন্ন জিনিসপত্র ব্যাগের পাশেই ছড়ানো ছিটানো ছিল।


আরো সংবাদ



premium cement