২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

আসন্ন বাজেটে ৬০০ কোটি টাকা বরাদ্দের দাবি পৌরসভাগুলোর

-

আসন্ন বাজেটে পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা খাতে ৬০০ কোটি টাকা বরাদ্দ দেয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ পৌরসভা সার্ভিস অ্যাসোসিয়েশন (বিএপিএস)। গতকাল সংগঠনের এক বিবৃতিতে এ দাবি জানান হয়।
বিবৃতিতে স্থানীয় সরকার বিভাগ আরো ২০ কোটি টাকা করোনাকালীন বেতন-ভাতা খাতে বরাদ্দ দিয়ে জিও জারি করায় প্রধানমন্ত্রী, স্থানীয় সরকার মন্ত্রী ও সিনিয়র সচিবকে পৌরসভা কর্মকর্তা-কর্মচারীদের পক্ষ থেকে বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করে বলা হয়, ৩২৮টি পৌরসভার বেতন-ভাতা খাতে প্রতি বছর সরকার বাজেটে যে বরাদ্দ দেয় তা মোট চাহিদার চার ভাগেরও কম। এক হিসাবে দেখা যায় সারা দেশের পৌরসভাগুলোতে মাসিক বেতন-ভাতা প্রয়োজন হয় ৪৫ কোটি টাকা। অথচ গত বাজেটে এ খাতে বরাদ্দ ছিল মাত্র ২৫ কোটি টাকা, যা খুবই নগন্য। এজন্য সেবা সচল রাখাসহ দেশের প্রাণ উপশহরগুলোকে টিকিয়ে রাখতে এবং স্থানীয় সরকার বিভাগকে শক্তিশালী করতে আগামী বাজেটে ৬০০ কোটি টাকা বরাদ্দ দিতে প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানান তারা। উল্লেখ্য, ঈদের আগে সরকার ত্রাণ ও কল্যাণ তহবিল হতে পৌর কর্মকর্তা-কর্মচারীদের জন্য ২৫ কোটি টাকা বরাদ্দ দিয়েছিল।


আরো সংবাদ



premium cement