১৮ এপ্রিল ২০২৪, ০৫ বৈশাখ ১৪৩১, ০৮ শাওয়াল ১৪৪৫
`

চিকিৎসার অভাবে মৃত্যুর মুখে যুদ্ধাহত মুক্তিযোদ্ধা আনিসুর রহমান

-

পাবনার বীর মুক্তিযোদ্ধা আনিসুর রহমান সাইদ উত্তরা লুবানা হাসপাতালের মৃত্যুর সাথে লড়ছেন। গত ১১ মে রাজধানীর শ্যামলীস্থ স্পেশালাইজড হাসপাতালে অপারেশনের মাধ্যমে তার দুথ’টি পা কেটে ফেলা হয়েছে। জানা যায়, অড়ৎঃরপ রষরধপ ড়পপষঁংরাব ফরংবধংব নামক রক্তনালীর এক বিরল রোগের কারণে তিনি কিডনি রোগে ভুগছিলেন। মুক্তিযোদ্ধা আনিসুর রহমান সাইদের চিকিৎসক জানান, তার দু’ পাশ ব্লক থাকায় দু’টি পা চলন শক্তিহীন হয়ে পড়েছিল। ফলে ডাক্তারের পরামর্শ অনুযায়ী তার দু’টি পা-ই অপারেশনের মাধ্যমে কেটে ফেলা হয়।
উল্লেখ্য, বীর মুক্তিযোদ্ধা আনিসুর রহমান সাইদ অন্ধ হয়েও ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমএ পাশ করেন। গত বছর প্রধানমন্ত্রী শেখ হাসিনা কলেজ গেটে মুক্তিযোদ্ধা টাওয়ারে তাকে একটি ফ্ল্যাট দিয়েছেন। সম্প্রতি তিনি গুরুতর অসুস্থ হয়ে সরকারি হাসপাতালে চিকিৎসা নিতে গেলে করোনার কারণে সরকারি হাসপাতাল তাকে ভর্তি করেনি। যদিও তার রিপোর্ট করোনা নেগেটিভ ছিল। অসুস্থ যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আনিসুর রহমান সাইদের চিকিৎসার জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছে তার পরিবার। বিজ্ঞপ্তি


আরো সংবাদ



premium cement