২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

চাইল্ড অ্যান্ড ওল্ড এইজ কেয়ারকে আর্থিক অনুদান আরএফএল গ্যাস স্টোভের

-

‘ক্ষুধা না চুলা জ্বলুক’ কর্মসূচির অধীনে আরএফএল গ্যাস স্টোভ ঢাকার চাইল্ড অ্যান্ড ওল্ড এইজ কেয়ারকে দুই লাখ টাকা অনুদান দিয়েছে। সম্প্রতি কল্যাণপুর চাইল্ড অ্যান্ড ওল্ড এইজ কেয়ারের কার্যালয়ে আরএফএল গ্যাস স্টোভের সিনিয়র ব্র্যান্ড ম্যানেজার মো: নাজমুল হক চাইল্ড অ্যান্ড ওল্ড এইজ কেয়ারের প্রতিষ্ঠাতা মিলটন সমাদ্দারের কাছে দুই লাখ টাকার চেক হস্তান্তর করেন।
গত ফেব্রুয়ারিতে আরএফএল গ্যাস স্টোভ বৃদ্ধাশ্রমের বাসিন্দাদের সহযোগিতার জন্য ‘ক্ষুধা না চুলা জ্বলুক’ নামে একটি ক্যাম্পেইন চালু করে। এর মাধ্যমে আরএফএল গ্যাস স্টোভের বিক্রীত প্রতিটি গ্যাস স্টোভ থেকে ১০ টাকা ব্যয় রাখা হয়েছে বৃদ্ধাশ্রমের মানুষের কল্যাণে।
মো: নাজমুল হক বলেন, আরএফএল গ্যাস স্টোভের স্লেøাগান হচ্ছে ‘পরিবারের একজন, চিরদিনের বন্ধন’। বাবা-মা পরিবারের অবিচ্ছেদ্য অংশ। যারা একসময় নানা প্রতিকূলতার মধ্যেও পরিবারকে আগলে রাখত, এখন বন্ধন ছিন্ন করে সন্তানরা পিতা-মাতাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে। তারা পরিবার থেকে বিচ্ছিন্ন হচ্ছে। বৃদ্ধাশ্রমে যারা থাকে তাদের মুখে হাসি ফোটানোর জন্য আমরা এ কর্মসূচি শুরু করি। বিক্রীত প্রতিটি গ্যাস স্টোভ থেকে ১০ টাকা রাখা হলো বৃদ্ধাশ্রমের মানুষের কল্যাণে। এ কর্মসূচির ধারাবাহিকতায় আমরা চাইল্ড অ্যান্ড ওল্ড এইজ কেয়ারকে দুই লাখ টাকা অনুদান প্রদান করলাম।
সমাজের অসহায় বৃদ্ধ মানুষের সহায়তায় এগিয়ে আসার জন্য আরএফএল গ্যাস স্টোভকে ধন্যবাদ জানান চাইল্ড অ্যান্ড ওল্ড এইজ কেয়ারের প্রতিষ্ঠাতা মিলটন সমাদ্দার। বিজ্ঞপ্তি।


আরো সংবাদ



premium cement