২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

৯৯৯ কে স্বাস্থ্য সুরক্ষাসামগ্রী দিলো ইভ্যালি

-

জাতীয় জরুরি সেবাকেন্দ্র ৯৯৯ কর্তৃপক্ষকে স্বাস্থ্য সুরক্ষাসামগ্রী প্রদান করল ইকমার্স ভিত্তিক অনলাইন মার্কেটপ্লেস ইভ্যালি। করোনা পরিস্থিতির মাঝেও বাংলাদেশ পুলিশ পরিচালিত সেবাকেন্দ্রটিতে দায়িত্ব পালনরত সদস্যদের ব্যক্তিগত স্বাস্থ্য সুরক্ষায় এসব সামগ্রী দেয়া হয়। গত বৃহস্পতিবার রাজধানীতে ৯৯৯-এর প্রধান কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে ৪৯০ প্যাকেট স্বাস্থ্য সুরক্ষাসামগ্রী তুলে দেয়া হয়। ইভ্যালির পক্ষ থেকে প্রতিষ্ঠানটির পরিচালক আতিকুর রহমান ৯৯৯-এর অতিরিক্ত ডিআইজি তবারক উল্লাহর কাছে নিরাপত্তাসামগ্রীগুলো হস্তান্তর করেন। এসব নিরাপত্তাসামগ্রীর মাঝে প্রতিটি প্যাকেটে আছে একটি করে পার্সোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট (পিপিই), হ্যান্ড স্যানিটাইজার, আই প্রটেক্টিভ গ্লাস এবং তিনটি সার্জিক্যাল ফেস মাস্ক। এ ছাড়াও ৯৯৯ কার্যালয়ের জন্য তিনটি থার্মোমিটারও দেয়া হয়। এ সময় বাহন এক্সপ্রেসের চেয়ারম্যান কাজী নাসিম উদ্দিনসহ ৯৯৯ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।


আরো সংবাদ



premium cement