২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

দেলাওয়ার হোসাইন সাঈদীর মুক্তি দাবি

-

আন্তর্জাতিক মুফাসসিরে কুরআন মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর মুক্তি দাবি জানিয়েছেন বাংলাদেশ ল ইয়ার্স কাউন্সিল চট্টগ্রাম শাখার দুই শতাধিক আইনজীবী এবং কুমিল্লা উত্তর জেলা ওলামা-মাশায়েখ পরিষদ।
চট্টগ্রাম ব্যুরো জানায়, অসুস্থতা, বয়স ও দীর্ঘ কারাভোগÑ সর্বোপরি মানবিক বিবেচনায় সাবেক এমপি আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর মুক্তির দাবি জানিয়ে যৌথ বিবৃতি দিয়েছেন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির দুই শতাধিক আইনজীবী।
বিবৃতিতে আইনজীবীরা বলেন, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কুরআন আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী নানাবিধ জটিল ও কঠিন রোগ নিয়ে দীর্ঘদিন কারাভোগ করছেন। দেশ-জাতির এই ক্রান্তিলগ্নে ৮১ বছরের বয়োবৃদ্ধ এই আলেমে দ্বীনের প্রতি সদয় হওয়া সময়ের দাবি। তাই আমরা রাষ্ট্র ও সরকার প্রধানের কাছে বর্ষীয়ান মুফাসসিরে কুরআন আল্লামা সাঈদীর আশু মুক্তি দাবি করছি।
বিবৃতিদাতা আইনজীবীরা হলেনÑ চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট শামসুদ্দিন আহমদ মির্জা, সাবেক সহসভাপতি অ্যাডভোকেট শাহ আলম মিয়া, বাংলাদেশ ল ইয়ার্স কাউন্সিল চট্টগ্রাম শাখার সভাপতি অ্যাডভোকেট মুহাম্মদ আব্দুল মালিক, সহসভাপতি অ্যাডভোকেট মুহাম্মদ নুরুল ইসলাম, অ্যাডভোকেট মনজুর আহমদ আনসারী, অ্যাডভোকেট সৈয়দ আনোয়ার হোসাইন, অ্যাডভোকেট জিয়া হাবিব আহসান, অ্যাডভোকেট আব্দুল মোতালেব, অ্যাডভোকেট সৈয়দ এহতেসামুল হক, অ্যাডভোকেট জাকের উল্ল্যাহ, অ্যাডভোকেট কামরুল হাসান নাজিম, বাংলাদেশ ল ইয়ার্স কাউন্সিল চট্টগ্রাম শাখার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো: সামছুল আলম, সহসাধারণ সম্পাদক অ্যাডভোকেট মুহাম্মদ কবির হোসাইন, সহসাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো: শাহাদাত হোসাইন, অ্যাডভোকেট আলমগীর মো: ইউনুচ, অ্যাডভোকেট মো: সাইফুদ্দীন মানিক, অ্যাডভোকেট মো: আবদুল কাইয়ুম ভূইয়া, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক অর্থ সম্পাদক অ্যাডভোকেট জিয়াউল হক জিয়া, অ্যাডভোকেট আবসার উর রশীদ, সাবেক পাঠাগার সম্পাদক অ্যাডভোকেট মো: ফজলুল বারী, বাংলাদেশ ল ইয়ার্স কাউন্সিল চট্টগ্রাম শাখার সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আবুল মোজাফফর, অ্যাডভোকেট মোবারক শাহ কুতুবি, অ্যাডভোকেট মো: জান্নাতুন নাঈম রোমানা, অ্যাডভোকেট আনোয়ার সাদাত, বাংলাদেশ ল ইয়ার্স কাউন্সিল চট্টগ্রাম শাখার অর্থ সম্পাদক অ্যাডভোকেট মো: আরিফুল ইসলাম প্রমুখ।
কুমিল্লা সংবাদদাতা জানান, আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর মুক্তির দাবি জানিয়েছেন কুমিল্লা উত্তর জেলা ওলামা-মাশায়েখ পরিষদ। গত সোমবার এক প্রেস বিজ্ঞপ্তিতে কুমিল্লা উত্তর জেলা ওলামা-মাশায়েখ পরিষদের নেতৃবৃন্দ আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর মুক্তির দাবি জানিয়ে বিবৃতি প্রদান করেন।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী ১০ বছর যাবৎ কারাগারে বন্দী রয়েছেন। বর্তমানে তার বয়স ৮১ বছর। নানান জটিল রোগে তিনি আক্রান্ত। বর্তমানে বাংলাদেশসহ বিশ্বব্যাপী করোনাভাইরাসের ব্যাপক সংক্রমণে মানুষের মাঝে চরম উদ্বেগ-উৎকণ্ঠা বিরাজ করছে। এ অবস্থায় আল্লামা সাঈদীকে নিয়ে মানুষ উদ্বিগ্ন। তারা তার মুক্তি চান। ইতোমধ্যে অনেক দেশ কারাবন্দীদের মুক্তি দিয়েছে। এ পরিস্থিতিতে ধর্মীয়, মানবিক ও বয়সের বিবেচনায় আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীকে মুক্তি দেয়ার জন্য আমরা সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি। বিবৃতি প্রদান করেন অধ্যক্ষ মুফতি মাওলানা মো: সালাউদ্দিন, অধ্যক্ষ মাওলানা আবদুল লতিফ, মাওলানা আবুল বাশার মাদানী, ড. মাওলানা জহিরুল হক, মুফতি মাওলানা মিজানুর রহমান, মুফতি মাওলানা আমিনুল ইসলাম, মুফতি মাওলানা আবু ইউসুফ, মাওলানা গোলাম মাওলা ফারুকী, মাওলানা গোলাম মাওলা হামিদী, মুহাদ্দিস মাওলানা জয়নাল আবেদীন, মাওলানা মিজানুর রহমান আতিকীসহ কুমিল্লা উত্তর জেলা ওলামা-মাশায়েখ পরিষদের নেতৃবৃন্দ।


আরো সংবাদ



premium cement