২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১, ১৩ শাওয়াল ১৪৪৫
`

হুয়াওয়ে-ডিলোয়েটের গবেষণা প্রকাশ ৫জির সাহায্যে করোনা মোকাবেলা

-

মহামারী প্রতিরোধের পাশাপাশি চিকিৎসার কার্যকারিতা বৃদ্ধিতে ৫জির মূল ফিচারগুলো অন্যান্য প্রযুক্তির সাথে কিভাবে সমন্বয় সাধন করতে পারে, তা একটি নতুন শ্বেতপত্রের মাধ্যমে স্ববিস্তারে তুলে ধরেছে বিশ্বের অন্যতম বড় হিসাব নিরীক্ষণকারী প্রতিষ্ঠান ডিলোয়েট। সম্প্রতি হুয়াওয়ের সাথে যৌথভাবে প্রকাশিত এই শ্বেতপত্রটিতে মহামারীর মতো জরুরি অবস্থা মোকাবেলায় স্বাস্থ্য সেবাখাতের ডিজিটাল রূপান্তরের গুরুত্ব তুলে ধরা হয়েছে।
‘৫জির সাহায্যে ‘কোভিড-১৯’ মোকাবেলা : গণস্বাস্থ্য ব্যবস্থার উন্নতির সুযোগ’ শীর্ষক এই শ্বেতপত্রে করোনা নিয়ন্ত্রণ ও চিকিৎসায় চীনের সাফল্যকে উদাহরণ হিসেবে তুলে ধরা হয়েছে।
এ ছাড়াও ৫জির মূল ফিচারগুলো, যেমন- উচ্চগতির সংযোগ, বিস্তৃত সংযোগ কেন্দ্র, লো লেটেন্সি (দ্রুতি) এবং বিশাল ডেটা ব্যান্ডউইথ কিভাবে বিগ ডেটা, এআই এবং কাউড প্রযুক্তির সাথে সমন্বয় সাধনের মাধ্যমে মহামারী প্রতিরোধ সক্ষমতা বৃদ্ধি করতে পারে, সে বিষয়টিও শ্বেতপত্রে বিস্তারিত আলোচনা করা হয়েছে।
শ্বেতপত্রে বলা হয়েছে, সংক্রমিত ব্যক্তির স্বাস্থ্য পরীক্ষা করাসহ করোনাভাইরাসের মতো মহামারীর প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে কার্যকর যোগাযোগ ও তথ্য-উপাত্ত আদান-প্রদানের গুরুত্ব অপরিহার্য। ৫জির মতো শক্তিশালী মোবাইল নেটওয়ার্ক অবকাঠামোর মাধ্যমে দূর থেকে রোগীকে সার্বক্ষণিক পর্যবেক্ষণ, রোগ নির্ণয় এবং সংক্রমণ পর্যবেক্ষেণ প্রয়োজনীয় থার্মাল ইমেজিং সম্ভব। পেন্ডামিক মনিটরিং প্ল্যাটফর্মস, ন্যাচারাল ডিজেস্টার কমান্ড সেন্টারস এবং রিপোর্ট মেডিক্যাল কনসালটেশন- ৫জির অতিরিক্ত তিনটি অ্যাপ্লিকেশন, যেগুলো ‘কোভিড-১৯’ এর মতো মহামারীর সময়ে বেশ উপকারে আসতে পারে।
চীনে ‘কোভিড-১৯’ চিকিৎসায় এআইভিত্তিক গুণগত মেডিক্যাল ইমেজ বিশ্লেষণ সেবার উন্নয়ন ও প্রচলনে হুয়াজং ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি এবং ল্যানওন টেকনোলজির সাথে কাজ করছে হুয়াওয়ে।
এটি কম্পিউটার ভিশন এবং মেডিক্যাল ইমেজ বিশ্লেষণ প্রযুক্তির মতো শীর্ষস্থানীয় এআই-প্রযুক্তি ব্যবহার করে ইমেজিং এবং কিনিক্যাল ডাক্তারদের জন্য স্বয়ংক্রিয়ভাবে সিটি কোয়ান্টিফিশনের ফলাফল প্রকাশ করতে পারে। ফলশ্রুতিতে ‘কোভিড-১৯’ নির্ণয়ে ইমেজিং ডাক্তারদের যে ঘাটতি ছিল, সেটি দূর করেছে।
হুয়াওয়ে এবং এর বৈশ্বিক অংশীদাররা একাধিক ৫জি প্রজেক্ট নিয়ে এক সাথে কাজ করেছে। স্বাস্থ্যসেবা, নিউ মিডিয়া, ক্যাম্পাস এবং শিক্ষা- সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য। অংশীদারদের সাথে পরিচালিত এসব উদ্ভাবন প্রোগ্রামের মাধ্যমে অভিনব ৫জি অ্যাপ্লিকেশন তৈরি করতে আগামী পাঁচ বছরে ২০ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের পরিকল্পনা করেছে হুয়াওয়ে। বিজ্ঞপ্তি।

 


আরো সংবাদ



premium cement
লেবাননে ইসরাইলি হামলায় ইরান সমর্থিত যোদ্ধা নিহত জিম্বাবুয়ে সিরিজের জন্য ক্যাম্পে ডাক পেলেন ১৭ ক্রিকেটার, নেই সাকিব-মোস্তাফিজ উত্তর গাজায় আবারো ইসরাইলের গোলাবর্ষণ ধামরাইয়ে তাপদাহে জনজীবন কাহিল, ডায়রিয়াসহ জ্বরে আক্রান্ত হচ্ছে মানুষ মিয়ানমার থেকে দেশে ফিরছেন ১৭৩ বাংলাদেশী কেএনএফ সন্দেহে ছাত্রলীগ নেতাসহ কারাগারে ৭ স্থিতিশীল সরকার থাকায় দেশে উন্নয়ন হয়েছে : ওবায়দুল কাদের ক্যাসিনো সম্রাট সেলিম প্রধানের মনোনয়নপত্র বাতিল রাজশাহীর পদ্মায় গোসলে নেমে ৩ শিশুর মৃত্যু দুই ভাইকে পিটিয়ে হত্যা : ৫ ঘণ্টা অবরুদ্ধ ফরিদপুর-খুলনা মহাসড়ক দুমকিতে সরকারি নির্দেশনা অমান্য করে সভাপতির নির্দেশে ক্লাস চালু

সকল