১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

ত্রাণ বিতরণে দুর্নীতি কঠোর হস্তে দমন করুন : চরমোনাইর পীর

-

করোনা মহামারীতে সারা দেশ লকডাউন অবস্থায় মানুষ মানবেতর জীবনযাপন করছে। সেই অসহায় মানুষের ত্রাণ নিয়েও দুর্নীতি। দলীয় এসব দুর্নীতিবাজকে কঠোর হস্তে দমনের দাবি জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই। এক বিবৃতিতে তিনি বলেন, সাধারণ খেটে খাওয়া ও সমাজের অসহায় মানুষ সরকারি ত্রাণ থেকে বঞ্চিত হলেও এসব ত্রাণ সরকার দলের বিভিন্ন নেতাকর্মীদের বাড়ি থেকে আইনশৃঙ্খলা বাহিনীর লোকজন উদ্ধার করছে, যা আমাদের জন্য চরম অবমাননাকর। তিনি এসব দুর্নীতিবাজকে দল ও সরকারের দায়িত্ব থেকে বহিষ্কারের দাবি জানান।
নগরীর বংশাল, শাহজাহানপুর ও কদমতলীর মেরাজনগরে অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ
করোনা মহামারীতে সারা দেশ লকডাউন অবস্থায় দরিদ্র অসহায় মানুষের মাঝে ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে বংশাল, শাহজাহানপুর ও মেরাজনগরের বিভিন্ন এলাকায় খাদ্যসামগ্রী নগদ অর্থ বিতরণ করা হয়। দলের নগর দক্ষিণ সভাপতি মাওলানা ইমতিয়াজ আলম ও কেন্দ্রীয় প্রচার সম্পাদক মাওলানা আহমদ আবদুল কাইয়ূম, দক্ষিণ মেয়রপ্রার্থী আলহাজ আব্দুর রহমানের নেতৃত্বে এসব এলাকায় বাড়িতে বাড়িতে গিয়ে অসহায়দের মাঝে খাদ্যসামগ্রী নগদ অর্থ বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নেতা আলহাজ মনির হোসেন, নগরনেতা হুমায়ুন কবির, মাওলানা নজরুল ইসলাম, আব্দুল্লাহ মুরাদ, মাহতাবুদ্দীন, মাওলানা আবু ইউসুফ, আজিজুল হক, আব্দুল জলিল হাওলাদার, আব্দুর রাজ্জাক, নাছির উদ্দিন, হাজী বশির মল্লিক প্রমুখ। বিজ্ঞপ্তি


আরো সংবাদ



premium cement