২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

দিনমজুর মানুষের পাশে সামিট

-

দেশের বৃহত্তম অবকাঠামো উন্নয়নকারী শিল্পগোষ্ঠী সামিট গ্রুপ, করোনাভাইরাস মহামারী মোকাবেলায় প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে তিন কোটি টাকা সহায়তা দিয়েছে। প্রধানমন্ত্রীর পক্ষ থেকে তার কার্যালয়ে মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস এই চেক গ্রহণ করেন। বাংলাদেশের উল্লেখযোগ্যসংখ্যক জনগোষ্ঠী দৈনিক আয়ের ওপর নির্ভরশীল, তাদের পাশে দাঁড়ানোর জন্য প্রধানমন্ত্রী এ সময় অনুদান প্রদানকারী প্রতিষ্ঠানগুলো এবং ব্যক্তিদের ধন্যবাদ জ্ঞাপন করেন।
ইতোমধ্যে দেশে করোনাভাইরাস মোকাবেলায় সামিট গ্রুপ, কার্যকরীভাবে এবং দ্রুততার সাথে আন্তর্জাতিক বিমানবন্দরগুলোতে আগত যাত্রীদের এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ে আগত কর্মকর্তা ও অতিথিদের তাপমাত্রা শনাক্তকরণের জন্য সরকারকে পাঁচটি বিশ্বমানের থার্মাল স্ক্যানার উপহার দিয়েছে এবং অতি শিগগিরই আরো দু’টি থার্মাল স্ক্যানার দেয়ার আশা প্রকাশ করেছে। এ ছাড়া সামিট বিশেষভাবে প্রস্তুতকৃত উন্নতমানের দুই হাজার সুরক্ষা পোশাক এবং ৫০ হাজার মাস্ক দেবে, যেগুলো চীন থেকে আসার পথে রয়েছে। প্রতিষ্ঠানটি রাজধানীর কামরাঙ্গীরচরে অবস্থিত সিড ট্রাস্টকে সহায়তা করছে এবং অসহায় দরিদ্র প্রতিবন্ধী শিশু যারা সাধারণ জনগোষ্ঠীর তুলনায় বেশি অরক্ষিত তাদের পাশে থাকবে। বিজ্ঞপ্তি।


আরো সংবাদ



premium cement