১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`
চট্টগ্রামের শীর্ষ আলেমদের অনুরোধ

বয়স ও মানবিক বিবেচনায় আল্লামা সাঈদীকে মুক্তি দিন

-

চট্টগ্রামের শীর্ষ ওলামায়ে কেরাম গতকাল রোববার এক যৌথ বিবৃতিতে মানবিক, ধর্মীয়, বয়স ও শারীরিক অবস্থা বিবেচনায় নিয়ে জাতীয় সংসদের সাবেক সদস্য, বর্ষীয়ান আলেমে দ্বীন মুফাসসিরে কুরআন আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীকে মুক্তি দেয়ার জন্য সরকারের প্রতি বিশেষ অনুরোধ জানিয়েছেন।
বিবৃতিতে চট্টগ্রামের শীর্ষ ওলামারা বলেনÑ বর্ষীয়ান আলেমে দ্বীন মুফাসসিরে কুরআন আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী নানান জটিল ও কঠিন রোগ নিয়ে দীর্ঘ দিন ধরে কারাভোগ করছেন। দেশ জাতির এ কঠিন মুহূর্তে তার প্রতি সদয় হওয়া সময়ের দাবি। তাই আমরা রাষ্ট্র প্রধান ও সরকার প্রধানের কাছে মানবিক বিবেচনায় আল্লামা সাঈদীর আশু মুক্তি দাবি করছি। ভাইরাস দিয়ে আল্লাহ তায়ালা গোটা দুনিয়াকে স্তব্ধ করে দিয়েছেন। দুনিয়ার বড় শক্তিগুলোকে মানবিক হতে শিখিয়েছে। সেই মানবিক বিবেচনায় বর্ষীয়ান এ মুফাসসিরে কুরআনকে মুক্তির ব্যবস্থা করুন। আমাদের সরকার ও রাষ্ট্র বর্ষীয়ান এ মুফাসসিরের প্রতি সদয় হয়ে তাকে মুক্তি দিন। মহান আল্লাহ তাঁর গজব করোনা ভাইরাস থেকে দেশ, জাতি ও উম্মাহকে রক্ষা করুন। আমীন।
বিবৃতি প্রদানকারী ওলামা-মাশায়েখ নেতৃবৃন্দরা হলেনÑ ড. প্রফেসর অধ্যক্ষ মাওলানা সাইয়্যেদ আবু নোমান, ড. প্রফেসর অধ্যক্ষ এ টি এম তাহের, প্রফেসর ড. হেলালুদ্দীন মুহাম্মদ নোমান, হজরত মাওলানা মামুনুর রশীদ নূরী, মুহাদ্দিস হজরত মাওলানা আহমদুর রহমান, অধ্যক্ষ মাওলানা আবু সালেহ মুহাম্মদ ছলিমুল্লাহ, অধ্যক্ষ মাওলানা মাহমুদুল হক, হজরত মাওলানা আনোয়ার হোসাইন, আল্লামা জসীম উদ্দীন, অধ্যক্ষ মাওলানা হাফিজুল হক নিজামী, অধ্যক্ষ মাওলানা আবু বক্কর, অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ নোমান, অধ্যাপক মাওলানা লিয়াকত আকতার সিদ্দিকী, মুফতি মাওলানা মুহাম্মদ ইসহাক, মাওলানা আবদুল মোতালেব, অধ্যক্ষ মাওলানা মিয়া মুহাম্মদ হোসাইন শরীফ, অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ আইয়ুব আলী আনচারী, অধ্যক্ষ মাওলানা মোরশেদুল ইসলাম প্রমুখ।


আরো সংবাদ



premium cement
দাওয়াতী ময়দানে সকল নেতাদের ভূমিকা রাখতে হবে : ডা. শফিকুর রহমান চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ ডিগ্রি ছাড়িয়ে গেল শ্রমিকদের মাঝে ইসলামের আদর্শের আহ্বান পৌঁছাতে হবে : ডা. শফিকুর রহমান ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে বিমানবন্দরের টার্মিনালে ঢুকে গেলো বাস, ইঞ্জিনিয়ার নিহত গোয়ালন্দে প্রবাসীর স্ত্রী-সন্তানকে মারধর, বিচারের দাবিতে মানববন্ধন সিরিয়ায় আইএস-এর হামলায় সরকার সমর্থক ২০ সেনা সদস্য নিহত ফরিদপুরে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু জনসমর্থনহীন সরকার জনগণের আওয়াজ নির্মমভাবে দমন করে : রিজভী সরিষাবাড়ীতে স্কুলছাত্র হত্যাকাণ্ডের বিচার দাবি উজিরপুরে অটোরিকশায় বাসের ধাক্কা, নিহত ১

সকল