১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

করোনা শনাক্তকরণ ও কিট উদ্ভাবনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্যোগ

-

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মো: আখতারুজ্জামানের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের করোনাভাইরাস রেসপন্স কো-অর্ডিনেশন কমিটি, জিন প্রকৌশল ও জীবপ্রযুক্তি বিভাগ, প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগ এবং অণুজীব বিজ্ঞান বিভাগের সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের এক যৌথ জরুরি সভা গতকাল শনিবার ভিসি ভবনে অনুষ্ঠিত হয়। সভায় জানানো হয়, করোনাভাইরাস শনাক্তকরণে প্রয়োজনীয় বিশেষজ্ঞ, দক্ষ জনবল ও ল্যাব সুবিধা ঢাকা বিশ্ববিদ্যালয়ের রয়েছে। তবে এই বিশেষজ্ঞ ও দক্ষ লোকবলের সর্বোত্তম ব্যবহার করার জন্য একটি সতন্ত্র ও বিশেষায়িত অত্যাধুনিক ল্যাব প্রতিষ্ঠা জরুরি। এই ল্যাব করোনাভাইরাসসহ জাতীয় প্রয়োজনে অন্যান্য যে কোনো ভাইরাস ও অণুজীব শনাক্তকরণ এবং সংশ্লিষ্ট টেস্টিং কিট উদ্ভাবনে ব্যবহৃত হবে। এ ছাড়া সভায় উল্লিখিত পদক্ষেপ বাস্তবায়নে একটি চার সদস্যবিশিষ্ট টেকনিক্যাল কমিটি গঠন করা হয়। এতে আহ্বায়ক হিসেবে আছেন অধ্যাপক ড. শরীফ আখতারুজ্জামান। এ ছাড়া সদস্য হিসেবে আছেন অধ্যাপক ড. এম এ মালেক, অধ্যাপক ড. মামুন আহমেদ, অধ্যাপক ডা: শাহরিয়ার নবী। ডা: শাহরিয়ার এ কমিটির মুখপাত্রের দায়িত্বও পালন করবেন। এই কমিটি সরকারের সংশ্লিষ্ট জাতীয় কমিটির সাথে সমন্বয় করে কার্যকর ব্যবস্থা গ্রহণ করবে। বিজ্ঞপ্তি।

 


আরো সংবাদ



premium cement