২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

করোনাভাইরাস শনাক্তে পিসিআর মেশিন পেল রামেক হাসপাতাল

-

করোনাভাইরাস শনাক্তে পলিমার চেইন রিঅ্যাকশন (পিসিআর) মেশিন পেয়েছে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতাল। গত বৃহস্পতিবার সন্ধ্যায় মেশিনটি রামেক হাসপাতালের ল্যাবে পৌঁছায়। এটি চালু হলে করোনা শনাক্তে নমুনা পরীক্ষার জন্য আর রোগীদের ঢাকায় দৌড়াতে হবে না।
রামেক হাসপাতালের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ও রাজশাহী সদর আসনের এমপি ফজলে হোসেন বাদশাহ সাংবাদিকদের জানান, খুব শিগগির গণপূর্ত বিভাগ মেশিনটি বসানোর কাজ শেষ করবে। এটির মাধ্যমে করোনা পরীক্ষা করা সম্ভব হবে। আমরা আশা করছি এর মধ্যেই হাসপাতালে করোনা পরীক্ষার পর্যাপ্ত কিট চলে আসবে। দেশের আরো ছয়টি মেডিক্যাল কলেজ হাসপাতালে পিসিআর মেশিন পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
এদিকে রামেক হাসপাতালের উপপরিচালক ডা: সাইফুল ফেরদৌস সাংবাদিকদের জানান, নমুনা সংগ্রহের পর আমরা পিসিআর মেশিনের মাধ্যমে কোভিড-১৯ পরীক্ষা করতে পারব। যার ফলাফল এক দিনের মধ্যেই পাওয়া যাবে। তিনি আরো বলেন, হাসপাতালে এখন অনেক রোগীই আসছে। কিন্তু পরীক্ষার ব্যবস্থা না থাকায় হাসপাতালে তাদের পরীক্ষার কাজ করা যাচ্ছে না। পিসিআর মেশিন ছাড়াও হাসপাতালের চিকিৎসক ও ল্যাবরেটরির জন্য এক হাজার পিপিই (পারসোনাল প্রোটেকটিভ ইকুইপমেন্ট), এক হাজার মাস্ক, এক হাজার হ্যান্ড গ্লাভস এবং পর্যাপ্ত পরিমাণ স্যানিটাইজার এসেছে বলেও জানান তিনি।

 


আরো সংবাদ



premium cement