১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

ইবিতে কাসের সময় সাংস্কৃতিক অনুষ্ঠানে শিক্ষার্থীদের ক্ষোভ

-

ইসলামী বিশ^বিদ্যালয়ে (ইবি) কাস চলার সময় সংস্কৃতিক অনুষ্ঠানের বিকট শব্দে কাস-পরীক্ষা ব্যাহত হচ্ছে বলে অভিযোগ করেছেন শিক্ষার্থীরা। গত শনিবার দুপুরে বিশ^বিদ্যালয়ের অনুষদ ভবনের পাশে বাংলা মঞ্চে বসন্তবরণ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে বাংলা বিভাগ। এর আগেও বিভিন্ন সময়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এ মঞ্চে। এসব অনুষ্ঠানে প্রশাসনের কর্তাব্যক্তিরা উপস্থিত থাকলেও এতে কখনও বাধা দেন না তারা। ফলে সমাধান মিলছে না এ সমস্যার। এ ছাড়া আজানের সময় বিকট শব্দে গান বাজানোর অভিযোগও রয়েছে আয়োজকদের বিরুদ্ধে। এসব বিষয়ে ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষক-শিক্ষার্থীরা।
জানা যায়, শনিবার দুপুরে বাংলা মঞ্চে বসন্ত উৎসবের সাংস্কৃতিক অনুষ্ঠানের বিকট শব্দের ফলে কাস করতে পারেননি বলে অভিযোগ করেন শিক্ষক-শিক্ষার্থীরা। এ ছাড়া সেখানে জোহরের আজানের সময়ও বিকট শব্দে গান বাজানো হয়। এর আগে গত মঙ্গলবার দুপুরে একই মঞ্চে নবীন বৈজয়ন্তী অনুষ্ঠানের আয়োজন করে বিশ^বিদ্যালয় থিয়েটার। এ অনুষ্ঠানেও জোহরের আজানের সময় গান বাজানো হয়। এ ছাড়া বিভিন্ন সময় ক্যাম্পাসে ব্যাচডে ও র্যা গডেতেও শব্দদূষণ করা হচ্ছে। কর্মকর্তাদের আন্দোলনেও মাইক ব্যবহার করছেন তারা।
যত্রতত্র মাইকের ব্যবহারে ক্ষোভ প্রকাশ করে ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি বিভাগের সহকারী অধ্যাপক জসিম উদ্দিন নিজ ফেসবুক অ্যাকাউন্টে লিখেছেন, ‘ইবির পরীক্ষার রুমগুলো সাউন্ড প্রুফ করুন। সারা ক্যাম্পাসে মাইক দিয়ে দেন, নয়তো বক্তৃতা বা আন্দোলন অনুষ্ঠানের মাইকের ভলিউম কমান। ছাত্ররা চরম বিরক্ত।’
তাহের মণ্ডল নামে এক শিক্ষার্থী মন্তব্য করেন, ‘পরীক্ষার সময় সবচেয়ে বেশি সমস্যা হয়। র্যা গ ডের নামে যে মিছিল মাইক চালানো হয়, তার একটা সুনির্দিষ্ট নিয়ম থাকা উচিত।’
এ বিষয়ে বিশ^বিদ্যালয় প্রক্টর অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্ম্মণ বলেন, ‘এ বিষয়টি আমরা লক্ষ করেছি। ছাত্র-উপদেষ্টার সাথে আলোচনা করে এর সমাধান করা হবে। এর পর থেকে অনুষ্ঠানগুলো অ্যাকাডেমিক ভবন থেকে দূরে বিশ^বিদ্যালয় লেক বা মৃত্যুঞ্জয়ী মুজিব চত্বরের দিকে আয়োজন করার চেষ্টা করব।’

 

 


আরো সংবাদ



premium cement
বিএনপি সাম্প্রদায়িক শক্তি, এদের রুখতে হবে : ওবায়দুল কাদের সাদিক এগ্রোর ব্রাহামা জাতের গরু দেখলেন প্রধানমন্ত্রী ভারতে লোকসভা নির্বাচনে প্রথম ধাপে ভোট পড়েছে ৬০ শতাংশ সারা বিশ্ব আজ জুলুমবাজদের নির্যাতনের শিকার : ডা. শফিকুর রহমান মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশী : পররাষ্ট্রমন্ত্রী চন্দনাইশ, বাঁশখালী ও বোয়ালখালীতে ৩ জনের মৃত্যু গাজায় ইসরাইলি হামলায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল শ্যালকের অপকর্মে দুঃখ প্রকাশ করলেন প্রতিমন্ত্রী পলক রাজশাহীতে ট্রাকচাপায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত পাবনায় দুই গ্রুপের সংঘর্ষে হতাহত ২২ বিল দখলের চেষ্টা, জেলা ছাত্রলীগ নেতাকে গণপিটুনি

সকল