২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫
`

স্বর্ণপদক পাওয়ায় আদ্-দ্বীন উইমেন্স মেডিক্যাল কলেজের অধ্যক্ষকে সংবর্ধনা

-

ইউরোলজি বিষয়ক আন্তর্জাতিক সংস্থা ‘প্রফেসর ইদ্রীস লাসকর মেমোরিয়াল অ্যাওয়ার্ড’ কর্তৃক স্বর্ণপদক পাওয়ায় আদ্-দ্বীন উইমেন্স মেডিক্যাল কলেজের অধ্যক্ষকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। গতকাল সকাল ৮টায় আদ্-দ্বীন মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসকরা আনুষ্ঠানিকভাবে এ সংবর্ধনা প্রদান করেন।
বাংলাদেশে ইউরোলজি বিশেষজ্ঞদের সংস্থা ‘বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইউরোলজিক্যাল সার্জন’ আয়োজিত ১৪তম পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এ বছর আদ্-দ্বীন উইমেন্স মেডিক্যাল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা: আফিকুর রহমানকে স্বর্ণ পদকের জন্য মনোনীত করে। গত ১১ জানুয়ারি হোটেল শেরাটনে আয়োজিত এক অনুষ্ঠানে তাকে এ পুরস্কার প্রদান করা হয়। ইউরোলজি বিষয়ে অনন্য অবদানের জন্য প্রতি দুই বছর পরপর এ পুরস্কার দেয়া হয়। আদ্-দ্বীন মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসকরা সংবর্ধনা অনুষ্ঠানে প্রফেসর ডা: আফিকুর রহমানের হাতে সংবর্ধনা ক্রেস্ট তুলে দেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আদ্-দ্বীন হাসপাতাল ও নার্সিংয়ের ডিরেক্টর জেনারেল প্রফেসর ডা: নাহিদ ইয়াসমিন, আদ্-দ্বীন ফাউন্ডেশনের উপদেষ্টা ডা: মুহাম্মদ আব্দুস সবুর, আদ্-দ্বীন ফাউন্ডেশনের মেডিক্যাল এ্যাডুকেশন অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স ডা: মো: আনোয়ার হোসেন মুন্সী, প্রফেসর ডা: মানবেন্দ্র নাথ নাগ, প্রফেসর ডা: আশরাফ আলী, প্রফেসর ডা: মো: আশরাফ উজ-জামান, প্রফেসর ডা: মো: হামিদুর রহমান, প্রফেসর ডা: লুৎফুল কবীর প্রমুখ।
অনুষ্ঠানে প্রফেসর ডা: আফিকুর রহমান বলেন, পুরস্কার প্রাপ্তির আশায় কেউ কাজ করে না। ব্যক্তির কাজের স্বীকৃতিস্বরূপ তাকে পুরস্কৃত করা হয়। আমাকে এভাবে সম্মানিত করায় আমি সবার কাছে চির কৃতজ্ঞ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আদ্-দ্বীন উইমেন্স মেডিক্যাল কলেজের সহযোগী অধ্যাপক ডা: খাদিজা বেগম। বিজ্ঞপ্তি।

 


আরো সংবাদ



premium cement
চীনা কোম্পানি বেপজা অর্থনৈতিক জোনে ১৯.৯৭ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মৃত মায়ের গর্ভে জন্ম নিলো নতুন প্রাণ দুই ভাইকে পিটিয়ে হত্যার প্রতিবাদ সমাবেশে কেউ মারা যায়নি : পুলিশ সুপার হামাসকে কাতার ছাড়তে হবে না, বিশ্বাস এরদোগানের জাহাজভাঙা শিল্পে শ্রমিক নিরাপত্তার উদ্যোগ ভালো লেগেছে : সীতাকুন্ডে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস ১০ দেশের অংশগ্রহণে সামরিক মহড়া শুরু করল আরব আমিরাত গাজা থেকে ইসরাইলি সেনা প্রত্যাহারের পর ২ হাজার ফিলিস্তিনি নিখোঁজ ৯ বছর পর সৌদি আরবে আসছে ইরানি ওমরা কাফেলা দুই ভাইকে পিটিয়ে হত্যা : প্রতিবাদ সমাবেশে পুলিশের হামলার নিন্দা হেফাজতে ইসলামের ভর্তি পরীক্ষায় জবিতে থাকবে ভ্রাম্যমাণ পানির ট্যাংক ও চিকিৎসক মিয়ানমার থেকে ফেরত আসা বাংলাদেশীরা কারা?

সকল