২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

ডিআরইউ শিশু-কিশোর সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত

-

বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হলো ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সদস্য সন্তানদের অংশগ্রহণে ‘শিশু-কিশোর সাংস্কৃতিক উৎসব-২০১৯।’ আনন্দ আয়োজনে বেলুন ও ফেস্টুন উড়িয়ে উৎসবের শুভ উদ্বোধন করেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। সকাল ১০টায় সাগর-রুনি মিলনায়তনে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার মাধ্যমে শুরু হয় দিনব্যাপী এ আয়োজন। এরপর আবৃত্তি ও সঙ্গীত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উৎসব উপলক্ষে শিশুতোষ সাজসজ্জা করা হয় ডিআরইউ প্রাঙ্গণে। দিনব্যাপী এ আনন্দ আয়োজনে সদস্য সন্তান ও সদস্যদের উপস্থিতিতে ডিআরইউ চত্বর ছিল মুখরিত। ডিআরইউ সভাপতি ইলিয়াস হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চিত্রশিল্পী অভিজিৎ চৌধুরী। এ সময় আরো বক্তব্য রাখেন, সংগঠনের সাধারণ সম্পাদক কবির আহমেদ খান ও সাংস্কৃতিক সম্পাদক মো: এমদাদুল হক খান। বিকেলে সাগর-রুনি মিলনায়তনে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে বিজয়ীদের হাতে ক্রেস্ট তুলে দেন মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী বেগম ফজিলাতুন নেসা ইন্দিরা। অনুষ্ঠানে তিনি শিশু-কিশোরদের সৎ ও আত্মপ্রত্যয়ী হয়ে গড়ে ওঠার আহবান জানান। তিনি বলেন, শিশু-কিশোরদের সংস্কৃতি চর্চার মাধ্যমে দেশ-ইতিহাস-ঐতিহ্য জানতে হবে। এই শিশুরাই আগামীতে দেশের নেতৃত্ব দেবে। এ সময় শুভেচ্ছা বক্তব্য দেন এনসিসি ব্যাংকের জনসংযোগ বিভাগের প্রধান আনোয়ার হোসেন। সাংস্কৃতিক উৎসবে বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন সঙ্গীত পরিচালক শওকত আলী ইমন, কণ্ঠ শিল্পী ও সঙ্গীত শিক্ষক অনিমা রায়, কণ্ঠশিল্পী দিনাত জাহান মুন্নি, আবৃত্তি শিল্পী ও অভিনেত্রী সঙ্গীতা চৌধুরী, বাংলাদেশ আবৃত্তি পরিষদের সভাপতিমণ্ডলীর সদস্য রেজিনা ওয়ালী লীনা, বাংলাদেশ আবৃত্তি পরিষদের সভাপতিমণ্ডলীর সদস্য ফয়জুল আলম পাপ্পু, চিত্রশিল্পী অভিজিৎ চৌধুরী, চিত্রশিল্পী এম এ কুদ্দুস ও চিত্রশিল্পী আইনুল হক মুন্না। দিনভর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিআরইউয়ের যুগ্ম সম্পাদক জামিউল আহসান সিপু, অর্থ সম্পাদক জিয়াউল হক সবুজ, নারীবিষয়ক সম্পাদক সাজিদা ইসলাম পারুল, প্রচার ও প্রকাশনা সম্পাদক শেখ মাহমুদ এ রিয়াত, আপ্যায়ন সম্পাদক এইচ এম আকতার, কল্যাণ সম্পাদক কাওসার আজম, কার্যনির্বাহী সদস্য খালিদ সাইফুল্লাহ, মোহাম্মদ মাকসুদুল হাসান ও রাশেদুল হক।

 

 


আরো সংবাদ



premium cement