২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫
`

শীর্ষ ওলামাদের মতবিনিময় সভা আবরার হত্যার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি

বাংলাদেশ উলামা কাউন্সিলের মতবিনিময় সভা : নয়া দিগন্ত -

দেশের বিবেক বুয়েটের মেধাবী ছাত্র শহীদ আবরার ফাহাদকে নৃশংস হত্যার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন শীর্ষ ওলামায়ে কেরাম। গতকাল বিকেলে জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে বাংলাদেশ ওলামা কাউন্সিলের উদ্যোগে আয়োজিত মাদক, জুয়া, সন্ত্রাস ও চরমপন্থার প্রতিরোধে ওলামাদের কাক্সিক্ষত ঐক্য ও করণীয় শীর্ষক আলোচনা সভায় বক্তারা এ দাবি জানান।
সংগঠনের আহ্বায়ক বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা আল্লামা সাইয়্যেদ কামালুদ্দীন জাফরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ নির্বাচন কমিশনের সাবেক প্রধান নির্বাচন কমিশনার বিচারপতি আবদুর রউফ।
প্রধান অতিথি তার বক্তৃতায় বলেন দেশ ও জাতি গঠনে আলেমদের ঐক্যের বিকল্প নেই। তা ছাড়া মাদক, জুয়া, সন্ত্রাস ও চরমপন্থার প্রতিরোধে এ দেশে আলেমদের ভূমিকা অপরিসীম। দেশে মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় বুয়েটের ছাত্র আবরার ফাহাদ হত্যার বিচার গণদাবিতে পরিণত হয়েছে।
মুহাদ্দিস আমিরুল ইসলাম বিলালী ও শেখ আবুল কালাম আজাদ আযহারীর পরিচালনায় অনুষ্ঠানে প্রবীণ বক্তা পীরজাদা মীর হাবীবুর রহমান যুক্তিবাদী ও প্রধান আলোচক আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কুরআন তারিক মুনাওয়ার বক্তৃতা করেন। এ ছাড়া অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চরমোনাইর মরহুম পীর ইসহাক (রাহ:)-এর সাহেবজাদা সাইয়্যেদ রাশীদ আহমাদ ফিরদাউস, মোকামিয়া দরবারের পীর মাহমুদুল হাসান, বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড আ ন ম রশীদ আহমাদ মাদানী, জমিয়াতুল মুফাসসিরিনের সভাপতি মাওলানা কে এম আব্দুস সোবহান, ছারছীনার ছোট পীর শাহ আরিফ বিল্লাহ সিদ্দিকী, উত্তর বাডডা কামিল মাদরাসার অধ্যক্ষ ড. আনোয়ার হোসেন মোল্লা, ড্যাফোডিল ইউনিভার্সিটির প্রফেসর ড. মোখতার আহমদ, বরিশাল সাগরদী আলিয়া মাদরাসার সাবেক প্রিন্সিপাল মাওলানা আশরাফ আলী দেওয়ান, খেলাফত আন্দোলনের যুগ্ম মহাসচিব মাওলানা মোহাম্মদ হুসাইন আখন্দ, মিডিয়া ব্যক্তিত্ব কাজী মারুফ বিল্লাহ, সাউথইস্ট ইউনিভার্সিটির ডিরেক্টর শহীদুল ইসলাম বারকাতি, তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান হাবিবুল্লাহ মুহাম্মাদ ইকবাল, উত্তরা কেন্দ্রীয় মসজিদের খতিব হাফেজ রফিকুল ইসলাম মাদানী, অধ্যাপক হাবিবুর রহমান, মাওলানা খন্দকার মাহবুবুল হক, মাওলানা মুস্তফা আমিন, মুফাসসির পরিষদের যুগ্ম মহাসচিব মাওলানা মোশাররফ হোসাইন, মাওলানা এ কে এম ফারুক সিদ্দিকী, জাতীয় ইমাম সমিতির সভাপতি মাওলানা কাজী আবু হুরায়রা, কারি সরোয়ার হোসেন, ড. ইমরানুল হকসহ অন্যান্য নেতা।
অনুষ্ঠানে বক্তারা আরো বলেন, একই শিক্ষাপ্রতিষ্ঠানে আজ মানুষ আর পশু বসবাস করছে। বাকস্বাধীনতা আজ শূন্যের কোঠায়। আলেমদের মধ্যে অনৈক্যের কারণে মসজিদ মাদরাসাসহ সব ক্ষেত্রে অস্থিরতা বিরাজ করছে। এ থেকে মুক্তির লক্ষ্যে একঝাঁক আলেমকে ঐক্যবদ্ধ হতে হবে। জাতিকে সঠিক পথে চলার প্রেরণায় আলেমদের ভূমিকা পালন করতে হবে। মতবিনিময় সভায় বক্তারা উদীয়মান তরুণ মুফাসসির ও দায়িদের ওহীর জ্ঞানে আলোকিত হয়ে সমাজের সব অপরাধ প্রতিরোধে কার্যকরী পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

 


আরো সংবাদ



premium cement