২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

খুলনায় ছাত্রদল নেতা শিবলু হত্যা মামলায় দু’জনের যাবজ্জীবন কারাদণ্ড

-

খুলনা সরকারি বিএল কলেজের ছাত্রদল নেতা আব্দুল্লাহ আল ফয়সাল ওরফে শিবলু মোল্লা হত্যা মামলায় আরিফ শেখ (২৮) ও রহমত (২২) নামে দুইজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের রায় দিয়েছেন আদালত। তাদের প্রত্যেককে পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো এক বছর কারাদণ্ড প্রদান করা হয়। গতকাল বুধবার খুলনার দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মো: নজরুল ইসলাম হাওলাদার এ রায় ঘোষণা করেন। মামলার ১৪ অভিযুক্তের মধ্যে ১২ আসামি খালাস পেয়েছেন। খালাসপ্রাপ্ত আসামিরা হচ্ছে মো: কাশেম (২৫), আবু হানিফ (৩৬), পুলিশ কনেস্টবল মো: গোলাম মোস্তফা ওরফে বিপ্লব (৪৫), মো: ইউসুফ (২৪), বাবু শরীফ (২৫), জসিম (২৮), শহিদুল ইসলাম (৫০), এনামুল শেখ ওরফে ইমা (২৬), জুয়েল ওরফে কসাই জুয়েল (৩০), আবুল হাসান (৪৫) ও বাবুকে (২৫)।
মামলার বিবরণ অনুযায়ী, ২০১৭ সালের ২০ জুন রাত সাড়ে ১০টায় নগরীর দেয়ানা উত্তরপাড়া হাসপাতাল মোড় এলাকায় ছাত্রদল নেতা বিএল কলেজের ছাত্র আব্দুল্লাহ আল ফয়সাল ওরফে শিবলু মোল্লাকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের বাবা ফারুকুজ্জামান বাবু মোল্লা দৌলতপুর থানায় মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) ইন্সপেক্টর শেখ আবু বকর ২০১৮ সালের ৮ মার্চ ১৪ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন।
রায় ঘোষণার পর নিহতের মা ফিরোজা ইয়াসমিন বলেন, এ কেমন বিচার। ১৪ আসামির মধ্যে ১২ জনই খালাস পেয়েছে। আমার একমাত্র কলিজার টুকরা শিবলুকে হারিয়েছি, তাকে আর কোনো দিন ফিরে পাবো না। তিনি এ মামলায় উচ্চ আদালতে আপিল করবেন বলে উল্লেখ করেন।
রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন স্পেশাল পিপি অ্যাডভোকেট আহাদুজ্জামান এবং আসামি পক্ষে ছিলেন অ্যাডভোকেট মোমরেজুল ইসলাম ও অ্যাডভোকেট তৌহিদুর রহমান তুষার।


আরো সংবাদ



premium cement
পেনশন স্কিম পুরোপুরি বাস্তবায়িত হলে দেশে বৃদ্ধাশ্রম থাকবে না : ডিসি নারায়ণগঞ্জ চুয়াডাঙ্গায় হিট স্ট্রোকে যুবকের মৃত্যু ফরিদপুরে সেদিন কী ঘটেছিল : বিবিসির প্রতিবেদন ইসরাইলের কাছে ১০০ কোটি ডলারের অস্ত্র বিক্রি করবে যুক্তরাষ্ট্র স্বর্ণের দাম কিছুটা কমলো অজ্ঞান পার্টির কবলে পড়ে শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৬ ব্যক্তি ভর্তি পাঁচবিবিতে বিদ্যুৎস্পৃষ্টে এক ব্যক্তির মৃত্যু স্পেশাল অলিম্পিকে চ্যাম্পিয়ন বাংলাদেশ, প্রশংসিত দেওয়ানগঞ্জের রবিন সব শিক্ষাপ্রতিষ্ঠান আরো ৭ দিন বন্ধ ঘোষণা থাই-মিয়ানমার সীমান্ত শহরের কাছে আবারো সংঘর্ষ শুরু : থাই সেনাবাহিনী পাঁচবিবিতে মোটরসাইকেল ও ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১

সকল