০৪ ডিসেম্বর ২০২৪, ১৯ অগ্রহায়ন ১৪৩১,
`

ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে ‘জব উৎসব’ শুরু

ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে ‘জব উৎসব’ শুরু -

বিভিন্ন শিল্পখাতে ৬০০-এর বেশি পদে ২৫০০-এর বেশি চাকরি প্রার্থীদের নিয়োগের সুযোগ নিয়ে ১৩০টি শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানের অংশগ্রহণে গতকাল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি আয়োজিত ‘জব উৎসব ২০২৪’ বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা সম্মেলন কেন্দ্রে শুরু হয়েছে। প্রধান অতিথি হিসেবে এ উৎসবের উদ্বোধন করেন শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (বিশ্ববিদ্যালয়) খালেদা আখতার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড্যাফোডিল গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মোহাম্মদ নূরুজ্জআমান, কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব ড. মো: আয়াতুল ইসলাম এবং মাইক্রোসফটের (বাংলাদেশ, ভুটান, নেপাল) ব্যবস্থাপনা পরিচালক ইউসুফ ফারুক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের প্রোভিসি প্রফেসর ড. এস এম মাহাবুব উল হক মজুমদার এবং বক্তব্য রাখেন ক্যারিয়ার ডেভেলপ সেন্টারের পরিচালক ও ‘জব উৎসব ২০২৪’ তানভীর আবীর ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. ফিজার আহমেদ। দুই দিনব্যাপী সাভারের বিরুলিয়ায় বিশ^বিদ্যালয়টির ক্যাম্পাসে এ উৎসব চলবে আগামী ৩০ নভেম্বর।
এ উৎসবের মাধ্যমে বিশ^বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের সাথে নিয়োগকর্তাদের মধ্যে একটি সেতুবন্ধন সৃষ্টি হয় এবং চাকরি প্রার্থীরাও তাদের নিজেদের সর্বোচ্চ প্রস্তুতি নেয়ার সুযোগ পায়। তা ছাড়া বিশ^বিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থী এবং তরুণ চাকরি প্রার্থীদের কর্মজীবন শুরু করার একটি প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে এ ‘জব উৎসব ২০২৪’। বিজ্ঞপ্তি।

 


আরো সংবাদ



premium cement