শামীম ওসমান-আইভিসহ ১০১ জনের বিরুদ্ধে হত্যা মামলা
- নারায়ণগঞ্জ প্রতিনিধি
- ০২ অক্টোবর ২০২৪, ০১:১৬
বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে গুলিবিদ্ধ হয়ে রাকিব (২১) নামে এক যুবক নিহতের ঘটনায় সাবেক এমপি শামীম ওসমান ও সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীসহ ১০১ জনের নাম উল্লেøখ করে সিদ্ধিরগঞ্জ থানায় একটি হত্যা মামলা হয়েছে। এ মামলায় অজ্ঞাত আরো ৩০০ জনকে আসামি করা হয়েছে।
গত ১৯ সেপ্টেম্বর নারায়ণগঞ্জ আদালতের নির্দেশে সিদ্ধিরগঞ্জ থানায় মামলাটি রেকর্ড করা হয়। নিহতের চাচাতো ভাই আবদুর রহমান এ মামলার বাদি।
মঙ্গলবার দুপুরে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন। তিনি বলেন, মামলাটি কোর্টের নির্দেশে রেকর্ড হয়েছে। মামলার এজাহারের অন্য আসামিরা হলেন- শামীম ওসমানের ছেলে অয়ন ওসমান (৩৭), ভাতিজা আজমেরি ওসমান (৪৫), সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান (৭৮), সাধারণ সম্পাদক হাজী ইয়াছিন মিয়া (৬২), থানা যুবলীগের আহ্বায়ক মতিউর রহমান মতি (৫৫), সাবেক ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর নূর উদ্দিন মিয়া, ৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শাহজালাল বাদল, তানজিম কবির সজুসহ (৪১) আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।
মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, গত ৫ আগস্ট আন্দোলন চলাকালে ভিকটিম রাকিব তার পেশাগত কর্মে যাওয়ার উদ্দেশ্যে বের হলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ১০ তলা অংশের ওভারব্রিজের নিচে গুলিবিদ্ধ হয়ে সড়কে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা রাকিবকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি পেশায় রাজমিস্ত্রি ছিলেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা