১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

আম্বানিদের বিয়ে এবং ফিলিস্তিন ইস্যু নিয়ে অভিনেত্রীর ‘মনকাড়া’ পোস্ট

আম্বানিদের বিয়ে এবং ফিলিস্তিন ইস্যু নিয়ে অভিনেত্রীর ‘মনকাড়া’ পোস্ট - ছবি : সংগৃহীত

ভারতের শীর্ষ ধনী আম্বানি পরিবারের বিয়ে এবং ফিলিস্তিন ইস্যু নিয়ে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছেন পাকিস্তানের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী দানানির। এরই মধ্যে তার ওই পোস্টটি অসংখ্য মানুষের মন কেড়েছে।

মঙ্গলবার (৪ জুন) উর্দু সংবাদমাধ্যম ডেইলি জংগ জানিয়েছে, অভিনেত্রী দানানির তার ইনস্টাগ্রাম একাউন্টে একটি স্টোরি শেয়ার করেন এবং তাতে নেটিজেনদের প্রতি একটি বিশেষ আহ্বান জানান।

মুকেশ আম্বানির ছোট ছেলে অনন্ত আম্বানির প্রাক-বিবাহের দ্বিতীয় রাউন্ডের উদযাপন সম্পর্কে ভারতীয় সসংবাদমাধ্যম সূত্রে একটি খবর শেয়ার করে তিনি লেখেন, ‘এবার, এই বিবাহকে ইন্টারনেটে ভাইরাল হতে দেবেন না।’

অভিনেত্রী আরো লিখেছেন, ‘বিশ্বের উচিৎ সমস্ত বিষয় বাদ দিয়ে শুধুমাত্র ফিলিস্তিনের গণহত্যা নিয়ে কথা বলা।’

তিনি আম্বানি পরিবারের বিয়ের দিকে ইঙ্গিত করে আরো লেখেন, ‘এই ধরনের কন্টেন্ট দেখা এবং শেয়ার করা বন্ধ করুন। এর দ্বারা মূল লক্ষ্য থেকে অমনোযোগী হওয়া যাবে না।’

স্মরণ রাখা উচিত যে, গতবছরের ৭ অক্টোবর থেকে ফিলিস্তিনের ওপর ইসরাইল যুদ্ধ চাপিয়ে দিয়েছে। এতে লাখ লাখ নিরীহ ও নিষ্পাপ শিশু, বৃদ্ধ, যুবক ও নারী প্রাণ হারিয়েছেন।

-ডেইলি জংগ অবলম্বনে ইমাম হুসাইনের অনুবাদ


আরো সংবাদ



premium cement