০৭ ডিসেম্বর ২০২৩, ২২ অগ্রহায়ণ ১৪৩০, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৫ হিজরি
`

শাহরুখ খানের বাড়ি : এক রাতের ভাড়া কত জানেন?

শাহরুখ খানের বাড়ি : এক রাতের ভাড়া কত জানেন? - ছবি : সংগৃহীত

ভালোবেসে জনতা তার নাম দিয়েছে, বলি-বাদশাহ। পর্দায় রোমান্সের তিনিই রাজা। আর পর্দার বাইরে এক দিলখোলা মানুষ। যাকে দেখে ভালো না বেসে পারা যায় না। তাই শুধু ভারত নয়, গোটা পৃথিবী জুড়েই ছড়িয়ে রয়েছে শাহরুখের ফ্যান।

গত কয়েক দশক ধরে বাজিগরের যে-জাদুতে মুগ্ধ হয়ে আছে দুনিয়া, সেই রহস্যের যেন তল মেলে না। নব্বইয়ের দিনকাল পেরিয়ে এসে, এমনকি আজকের তরুণীরাও তার প্রেমে পড়ে যান। এর কারণ যে ঠিক কী কী, তা তো তলিয়ে দেখতে হয়। অনেক ফ্যানের কাছে তিনি ঈশ্বরতুল্য। তাকে এক ঝলক দেখা কি তার অটোগ্রাফ পাওয়ার বাসনা ভক্তরা মনে মনে লালন করেন। এক কালে তো প্রিয় নায়ক-নায়িকার একটা মনের মতো ছবিই ছিল মূল্যবান সম্পদ। সে দিন অবশ্য গেছে। সোশ্যাল মিডিয়ার জামানায় প্রিয় নায়কের ছবি, ভিডিও আজকাল আকছার পাওয়া যায়। তবে এবার সামনে এলো ‘শাহরুখ’-কে ছুঁয়ে দেখার আরো এক সুযোগ। জানা গেছে, শাহরুখের এক প্রাসাদোপম বাড়িতে চাইলেই যে কেউ রাত কাটাতে পারেন। অবশ্য বিনামূল্যে নয়। সহজভাবে বলতে গেলে নিজের একটি বাড়ি ভাড়া দিচ্ছেন শাহরুখ। তবে সেখানে এক রাত কাটানোর জন্য খরচ করতে হবে প্রায় দুই লাখ রুপি। শুনতে অবাক লাগলেও সত্যি।

কিন্তু এত টাকা ভাড়া স্রেফ শাহরুখের ট্যাগ রয়েছে বলেই?

একেবারেই নয়। বাড়িটিও একেবারে ছবির মতো সুন্দর। আকারে বহরেও বেশ বড়। কী নেই সেখানে। আলিসান বাথরুম, জাকুজি থেকে শুরু করে বিরাট মাপের ড্রয়িং রুম সব রয়েছে এই বাড়িতে। শুধু তাই নয়, শাহরুখের ব্যবহার করা সোফা, সুন্দর কারুকাজ করা ডাইনিং টেবিল সবই রয়েছে এখানে। রয়েছে বিরাট এক সুইমিং পুলও।

তবু এত টাকা স্রেফ এক রাতের জন্য? সম্ভব, যদি সেই বাড়ি হয় বিদেশে। আসলে শাহরুখের যে বাড়িটি ভাড়া দেয়া হবে সেটি লস অ্যাঞ্জেলসে। তাই স্রেফ শাহরুখের বাড়ি নয়, এখানে রাত কাটালে বিদেশ ভ্রমণটাও হয়ে যাবে। তাই পকেটের জোর থাকলেই এই বিলাসবহুল প্রাসাদে শাহরুখের ছোঁয়া পেটে ঘুরে আসতে পারেন যে কেউ।
সূত্র : সংবাদ প্রতিদিন


আরো সংবাদ



premium cement
প্রার্থিতা ফিরে পেতে ৩য় দিনে ১৫৫ জনের আপিল নাটোর কারাগারে অসুস্থ বিএনপি নেতার রামেক হাসপাতালে মৃত্যু ঝালকাঠিতে বাস-মাহিন্দ্র গাড়ির সংঘর্ষে নিহত ৩, আহত ৫ ই-অরেঞ্জের প্রতারণা : ৭ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা নির্বাচনের নামে তামাশা পুরোদমে চলছে : রিজভী ডেঙ্গুতে আরো ২ জনের মৃত্যু, আক্রান্ত ৫৩৭ গ্রামের ২ ওয়ার্কশপমিস্ত্রিসহ ৩ বন্ধু বানালেন হেলিকপ্টার টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার মারুফের পরিচয়পত্র পেশ তেজগাঁওয়ে ক্রেনের আঘাতে ট্রেন লাইনচ্যুত, যোগাযোগ বন্ধ রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশ করলেন পাকিস্তান, মিশর, ভ্যাটিকান সিটি ও শ্রীলঙ্কার রাষ্ট্রদূত

সকল